
ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির
সোমবার থেকে শুরু হল রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। আর শুরুর দিন থেকেই সরব বিরোধী দল বিজেপি। তিন দিনের পর চতুর্থ দিনও বিধানসভা থেকে ওয়াক আউট বিরোধীদের। বিজেপি শিবির কর্মীদের অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে হুমকি দেওয়া হয়েছে শাসকদলের বিধায়ক হুমায়ুন কবীর এবং সিদ্দিকুল্লা চৌধুরী। আর এতে শুধুমাত্র বিরোধী দলনেতা বা বিরোধী দলই ভীত নয়, সারা রাজ্যের সাধারণ মানুষ ভীত। আর এই বিষয় নিয়ে এদিন বিধানসভার অধ্যক্ষর দৃষ্টি আকর্ষণ করতে চান বিজেপির বিধায়করা। কিন্তু অধ্যক্ষ এই বিষয়ে কোন আলোচনা করতে দেননি। আর এই অভিযোগকে সামনে রেখে আজ ফের বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। আর জার জেরে বিধানসভা সাক্ষী থাকল পরপর চার দিন বিরোধীদের ওয়াকআউটের। বুধবার মুখ্যমন্ত্রী ভাষণে শুরু থেকে বেশ আক্রমণাত্মক ছিলেন। মঙ্গলবার বিধানসভায় সামনে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘মুসলিম বিধায়কদের ছুড়ে ফেলে দেব’ এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করেন। এদিকে স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। তখন মমতা বলেন, গতকালের বিবৃতি আমি শুনেছি। চেয়ারটা সবার, কারও কিছু বলার থাকলে আমি বসে শুনব। আমার কথা ওরা শুনবে না, শ্লোগান তুলবেন, চিৎকার করবেন, এটা গণতন্ত্র নয়। আমি গণতন্ত্রকে সন্মান করি।