ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, শুনানি বৃহস্পতিবার

নতুন ওবিসি সংরক্ষণের তালিকায় স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ তবে তার পরেও রাজ্যের কলেজগুলিতে ভর্তির পোর্টালে ওবিসি এ ও বি বিভাগের সংরক্ষণের কথা উল্লেখ করে ভর্তির আবেদন নেওয়া হচ্ছে। ১ জুলাই মেরিট লিস্টও প্রকাশ হবে । ইতিমধ্যে ৭১ হাজার আবেদন জমা পড়েছে । এক্ষেত্রে আদালতের নির্দেশ অবমাননার অভিযোগে মামলা দায়ের হয়েছে হাইকোর্টে ৷ জরুরি ভিত্তিতে সেই মামলার শুনানির জন্য আজ আবেদন করা হয় ৷ হাইকোর্ট জানিয়েছে, আগামী বৃহস্পতিবার বেলা দুটোয় এই মামলার শুনানি হবে ৷ বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রর ডিভিশন বেঞ্চ আদালত অবমাননার মামলার শুনানি করবেন বলে আশ্বাস দিয়েছেন ৷ গত ১৭ জুন আদালত রাজ্যের তৈরি ওবিসির নতুন তালিকায় স্থগিতাদেশ দেয় । অথচ ১৮ জুন উচ্চশিক্ষা দফতর পোর্টালে ওবিসি তালিকায় সংরক্ষণের কথা জানিয়ে ভর্তির আবেদন গ্রহণ করতে শুরু করে। গতকালও আইনজীবীরা এই নিয়ে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন । কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী গতকাল মামলাটি গ্রহণ করেননি ।

error: Content is protected !!