পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ – প্রথম দফা

আজ থেকে শুরু আট দফার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ৷ আজ প্রথম দফার ভোটগ্রহণ হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ৷ ৩০টি আসনে ১৯১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ৷ সকাল সাতটা থেকে করোনা সংক্রান্ত সুরক্ষা বিধি মেনে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷

18:55 March 27

রাজ্যে সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়ল  ৮২.৪২ শতাংশ

18:30 March 27

শেষ হল প্রথম দফার ভোটগ্রহণের সময়সীমা

17:40 March 27

বাঘমুণ্ডি হাইস্কুলের বুথে উত্তেজনা, স্লোগান দিতে দিতে বুথে ঢোকার অভিযোগ

17:30 March 27

খেজুরির বুথে উত্তেজনা, প্রিসাইডিং অফিসারের সঙ্গে সিপিএম প্রার্থীর বচসা

17:20 March 27

বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৭৯.৭৯ শতাংশ। বাঁকুড়ায় ৮০.০৩ শতাংশ, ঝাড়গ্রামে ৮০.৫৫ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৮০.১৬ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ৮২.৪২ শতাংশ এবং পুরুলিয়ায় ৭৭.১৩ শতাংশ ভোট পড়েছে।

17:15 March 27

বুথ থেকে এজেন্টদের তুলে আনতে গেলে সুশান্ত ঘোষের গাড়িতে ফের ইট

16:58 March 27

মুকুল-বাজোরিয়া অডিও ফাঁস! স্থানীয় পোলিং এজেন্টের নিয়ম ফেরানো হোক, সরব তৃণমূল

16:25 March 27

বিকেল ৪টে পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৭০.১৭ শতাংশ

16:25 March 27

আজ যে ৩০টি বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে, তার মধ্যে ২০১৯ সালের লোকসভা ভোটের নিরিখে ১০টি কেন্দ্রে এগিয়ে ছিল তৃণমূল। ২০টি কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি। প্রথম দফায় উল্লেখ্যজনক লাভ। শুরুটা ভালো হল, ট্যুইট ডেরেকের

15:50 March 27

নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিসা কেন বাতিল করা হবে না, প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাংলাদেশের অভিনেতা ফিরদৌসের প্রসঙ্গ টেনে নিয়ে আসেন তিনি। মমতা বলেন, ২০১৯ লোকসভায় আমাদের এক ব়্য়ালিতে এসেছিলেন ফিরদৌস। তখন বাংলাদেশের সরকারের সঙ্গে কথা বলে ওর পাসপোর্ট বাতিল করা হয়েছিল। এখন বাংলায় ভোট হচ্ছে। বাংলাদেশে গিয়ে এক বিশেষ সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী। এই সম্প্রদায়ের মানুষ এবারের নির্বাাচনে ভোট দেবেন। তাদের প্রভাবিত করার চেষ্টা চলছে। তাহলে মোদীর ভিসা কেন বাতিল করা হবে না।

15:30 March 27

দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়ল ৭০.১৭ শতাংশ। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ৭০.৮৫, কাঁথি উত্তর ৭৩.০২, ভগবানপুর ৭৩.১৩, খেঁজুরি  ৭৬.৯, কাঁথি দক্ষিণ ৭০.৮৫, রামনগর ৭৩.৫৯, এগরা ৬৮.৩ শতাংশ ভোট পড়েছে।

15:10 March 27

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গেল বিজেপির প্রতিনিধিদল। কৈলাস বিজয়বর্গীয় জানান, ৯০ শতাংশ বুথে নির্বিঘ্নে ভোট হয়েছে। প্রথম দফার ভোট রিগিং কম হয়েছে। 

বিজেপির প্রতিনিধিদল

14:40 March 27

 দুপুর ২টো পর্যন্ত বাংলায় ৫৫ শতাংশ ভোট পড়েছে। 

14:25 March 27

কাঁথিতে ভোট দিলেন শিশির অধিকারী।

শিশির অধিকারী

14:19 March 27

ছাতনায় তৃণমূল এজেন্টকে ‘মারধর’-এর অভিযোগ। তৃণমূলের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মারধরের অভিযোগও বিজেপির বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় পুলিশের দ্বারস্থ পোলিং এজেন্ট। মারধরের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

14:05 March 27

কাঁথি কলেজে স্ত্রীকে নিয়ে ভোট দিলেন কাঁথির দিব্যেন্দু অধিকারী।

দিব্যেন্দু অধিকারী

14:01 March 27

  • ভোট দিতে যাওয়ার আগেই তৃণমূল কর্মীরা জানলেন আগেই তাদের ভোট দেওয়া হয়ে গিয়েছে ৷ পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির ৪ নম্বর পচাখালি বুথের ঘটনা  

13:48 March 27

  • শালবনির ১৫৭ ও ১৫৮ নম্বর বুথে বিজেপি কর্মীদের দাদাগিরি ৷ অভিযোগ কাউকে ভোট দিতে দিচ্ছে না বিজেপি কর্মীরা ৷ বন্ধ করে দেওয়া হয়েছে মূল ফটক ৷

13:44 March 27

শালডিহা অঞ্চলের কেশরায় ভোটারদের মারধরের প্রতিবাদ। প্রতিবাদে ছাতনা থানা ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল কর্মী, সমর্থকদের।

13:40 March 27

  • ঝাড়গ্রামে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের মারধরের অভিযোগ তৃণমূলের

13:31 March 27

অভিযোগ, ১৫টি বুথে ভোটারদের প্রভাবিত করছে সিআরপিএফ জওয়ানরা, কমিশনে নালিশ তৃণমূলের

13:25 March 27

  • প্রথম দফার ভোটে তৃণমূলের হয়ে কারচুপিতে সাহায্য করেছেন কয়েকজন পুলিশ আধিকারিক ৷ এই অভিযোগে নির্বাচন কমিশনকে চিঠি পাঠালেন শুভেন্দু অধিকারী ৷ হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক এবং নন্দীগ্রাম থানার কয়েকজন আধিকারিককে সাসপেন্ড করার দাবি তুলেছেন তিনি ৷  

13:04 March 27

  • দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৫৪.৯০ শতাংশ ৷ বাঁকুড়ায় ৫৭.৪০, ঝাড়গ্রামে ৫৯.২৩, পশ্চিম মেদিনীপুরে ৫২.৬০, পূর্ব মেদিনীপুরে ৫৭.৭৫ এবং পুরুলিয়ায় ৫১.৪২ শতাংশ ভোট পড়েছে ৷
  • প্রধানমন্ত্রী বাংলাদেশে গিয়ে বলেন, মতুয়া ভাই-বোনরা তাকে পরিবারের সদস্যের মতো ভালোবাসেন – টুইট বিজেপির

12:39 March 27

  • পুরুলিয়ায় ১২৭ নম্বর ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপির বচসা ৷ বিজেপির এসসি মোর্চার মণ্ডল সভাপতি দীপক বাউরিকে প্রকাশ্যে গুলি করে মারার অভিযোগ ৷ পুরুলিয়ার তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে৷ এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ৷

12:31 March 27

ভোট দিলেন দিলীপ ঘোষ
ভোট দিলেন দিলীপ ঘোষ
  • ভোট দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ নিজের বাড়ি কুলিয়ানা গ্রামের হাই স্কুলে ভোট দেন বিজেপির রাজ্য সভাপতি

12:31 March 27

  • তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট রাম গোবিন্দ দাস এই হামলার সঙ্গে জড়িত ৷ সৌমেন্দুর গাড়িতে হামলা প্রসঙ্গে অভিযোগ তৃণমূল নেতা দিব্যেন্দু অধিকারীর ৷ তিনি বলেছেন, “সৌমেন্দু ঠিক আছে ৷ কিন্তু ওর গাড়ির চালককে মারধর করা হয়েছে ৷ পুলিশ পর্যবেক্ষককে বিষয়টি জানিয়েছি ৷”

12:10 March 27

  • গড়বেতা হেতাশোল এলাকায় ভোট দিয়ে ফেরার পথে আক্রান্ত বিজেপি সমর্থকরা ৷ অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ ঘটনায় আহত ১২ জন ৷

12:02 March 27

  • তৃণমূলের বিরুদ্ধে সৌমেন্দু ও তাঁর গাড়ির চালককে আটকে রাখার অভিযোগ

12:01 March 27

  • দক্ষিণ কাঁথির সাবাজপুটে বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ ৷
সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলার

11:59 March 27

“তৃণমূলের হার নিশ্চিত ৷ তাই এইসব কথা বলছে ৷ কোনও অভিযোগ থাকলে তৃণমূলের উচিত নির্বাচন কমিশনের কাছে যাওয়া ৷” বিজেপির বিরুদ্ধে তৃণমূলের রিগিংয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে বললেন দিলীপ ঘোষ ৷

11:50 March 27

একাধিক কেন্দ্রের ইভিএমে ‘গড়বড়’-এর অভিযোগ, তালিকা প্রকাশ TMC, IPAC-এর। পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথিতে ২৫৯ নম্বর বুথে ভোটারদের ভোট দানে বাঁধা দিচ্ছে সিআরপিএফ, এমনটাই অভিযোগ তৃণমূলের। ঘরে ঘরে ঢুকে ভোটারদের ভয় দেখানোর কথাও বলা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় ১৬৭ নম্বর বুথে ভোটারদের ভোট দিতে দিচ্ছে না বিজেপি এবং প্রিসাইডিং অফিসার তাঁদের সমর্থন করছে এমন অভিযোগ তৃণমূলের। গড়বেতার ৮০ ও ৮১ নম্বর বুথে ভোট কেন্দ্রে ঢুকে পড়েছে ২০ জন বিজেপি সমর্থক, এমন অভিযোগ উঠল। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথিতে ভিভিপ্যাট নিয়ে বড় অভিযোগ উঠল। অনেক ভোটার অভিযোগ করেছেন যে তৃণমূলে ভোট দিলে তা বিজেপিতে চলে যাচ্ছে অভিযোগ করে অনেক ভোটার।পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথিতে ভিভিপ্যাট নিয়ে বড় অভিযোগ উঠল। অনেক ভোটার অভিযোগ করেছেন যে তৃণমূলে ভোট দিলে তা বিজেপিতে চলে যাচ্ছে অভিযোগ করে অনেক ভোটার।

আইপ্যাকের প্রকাশিত লিস্টের একাংশ

11:45 March 27

শালতোড়ার ২৬০ নং বুথে ভোট দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। 

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

11:31 March 27

  • সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৩৫.৫৪ শতাংশ

11:23 March 27

  • পাঁচ মিনিটের ব্যবধানে কীভাবে অর্ধেকে নেমে আসে ভোট শতাংশ ? প্রশ্ন তুলে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন ডেরেক ও ব্রায়েন

11:16 March 27

  • বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন রানীবাঁধের সিপিএম প্রার্থী দেবলীনা হেমব্রম । তাঁর দাবি, সব কেন্দ্রে যথেষ্ট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নেই ৷

11:13 March 27

  • ভগবানপুরের ২৭৯ ও ২৮০ নম্বর বুথে ভোটদানে বাধা

11:10 March 27

  • নির্মল হৃদয় আশ্রমে তৃণমূল ও বিজেপি উভয় পক্ষ ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছে

11:00 March 27

  • কাঁথিতে মানুষকে ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে ৷ অভিযোগ বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর

10:55 March 27

  • ভোট দিলেন ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদা
ভোট দিলেন বীরবাহা হাঁসদা

10:41 March 27

  • সুশান্ত ঘোষের উপর হামলায় গ্রেফতার ৭

10:31 March 27

  • প্রথম দফা ভোটের দিন খাস কলকাতায় উদ্ধার 26টি তাজা বোমা

10:29 March 27

  • ভোট দিলেই যাচ্ছে পদ্মে ৷ দক্ষিণ কাঁথিতে ইভিএমে কারচুপির অভিযোগ ৷ ঘটনার প্রতিবাদে কাঁথি দেপাল রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ৷

10:19 March 27

  • এক দশক পর ভোট দিলেন প্রাক্তন জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাত ৷ স্ত্রী নিয়তি মাহাতকে নিয়ে ঝাড়গ্রাম বিধানসভার বীরকাঁড় প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি
সস্ত্রীক ভোট দিলেন ছত্রধর মাহাত

10:17 March 27

  • ভোট লুঠ, বুথ জ্যামের অভিযোগ করলেন খড়গপুর গ্রামীণ বিজেপি প্রার্থী তপন ভুঁইঞা

10:14 March 27

  • সকাল দশটা পর্যন্ত বাঁকুড়ায় ১৮.৩৯ শতাংশ, ঝাড়গ্রামে ১৬.১৭, পশ্চিম মেদিনীপুরে ১৬.৭৫, পূর্ব মেদিনীপুরে ১৩.৭০ এবং পুরুলিয়ায় ১৩.৯৭ শতাংশ ভোট পড়েছে

10:08 March 27

  • তৃণমূলের মধ্যে বুথের ১০০ মিটারের মধ্যে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির ৷ হাতি এলাকার ৫৩ নম্বর বুথের ঘটনা ৷

10:07 March 27

  • পশ্চিম মেদিনীপুরের দাঁতনের একটি বুথে ৪৫ শতাংশ ভোট পড়েছে ৷ জানাল কমিশন

09:58 March 27

  • চন্দ্রকোনা রোড ৬০ নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে পথ অবরোধ সুশান্ত ঘোষের

09:58 March 27

  • সুশান্ত ঘোষের উপর হামলায়। সুশান্ত ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট ও জুতো ছোঁড়ার অভিযোগ, গ্রেপ্তার ৪
সুশান্ত ঘোষ

09:58 March 27

  • মেদিনীপুরে দুঘণ্টায় ভোট পড়ল ২০ শতাংশ

09:57 March 27

ভোট দিলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী সুখময় সৎপতি । ঝাড়গ্রাম আরবিএম হাই স্কুলের ১৮০ নম্বর  বুথে ভোট দেন তিনি ৷

ভোট দিলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী সুখময় সৎপতি

09:29 March 27

  • সকাল নটা পর্যন্ত ৮.৯৮ শতাংশ ভোট পড়েছে ৷

09:25 March 27

  • গ্রীষ্মের দাবদাহ এড়াতে সকাল সকাল ভোটগ্রহণ কেন্দ্রে ভিড় । এই ছবি দেখা গেছে বাঁকুড়ার বিভিন্ন বুথে।

09:21 March 27

  • রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর  বালিকা বিদ্যালয়ে ২১৭/২১৮ নং বুথে ইভিএম মেশিন বিকল ৷ লাইন দিয়ে দাঁড়িয়ে ভোটাররা

08:52 March 27

  • কেশিয়াড়িতে মঙ্গল সোরেন নামে এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার ৷

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ ৷

08:51 March 27

ভোট দিলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী সমিত দাস

বিজেপি প্রার্থী সমিত দাস

08:32 March 27

  • সুশান্ত ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ

08:31 March 27

  • শালবনির গুইয়াদহ এলাকায় তিনটি বুথে বসতে দেওয়া হয়নি সংযুক্ত মোর্চার এজেন্ট ৷ সুশান্ত ঘোষ গিয়ে এজেন্ট বসান

08:30 March 27

  • পাথরঘাটা ২৫৬ নম্বর বুথে আলো কম থাকার অভিযোগ ভোটারদের

08:29 March 27

  • এখনও পর্যন্ত ৫টি জেলায় ৯০টি ইভিএম খারাপ ৷ ভোটগ্রহণ শুরু হতে দেরি ৷

08:26 March 27

  • ইভিএম খারাপ থাকায় পুরুলিয়ার মহাত্মা গান্ধি কলেজ, লালপুরে ভোট শুরু করা যায়নি

পুরুলিয়ার 12 নম্বর ওয়ার্ডে আক্রান্ত তৃণমূল কর্মীরা । অভিযোগের তীর বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায়ের ভাই বিল্টু মুখোপাধ্যায়ের দিকে । আহত দুজনকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে

08:22 March 27

  • ভোট দিলেন ঝাড়গ্রামের সিপিএম প্রার্থী মধুজা সেন রায় । ঝাড়গ্রাম ননিবালা বিদ্যালয়ে ( উচ্চমাধ্যমিক ) ভোট দেন তিনি ।

08:20 March 27

  • “বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন,” টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

08:06 March 27

  • কেশিয়াড়িতে বিজেপি এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ

08:04 March 27

  • শালবনিতে ১৪০ নম্বর বুথে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ

08:02 March 27

  • শালবনির একটি নম্বর বুথে এজেন্ট নিয়ে সমস্যা ৷ সংযুক্ত মোর্চার এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষের

08:01 March 27

  • মির্জাবাজার কুমারপাড়ার ২১৮ নম্বর বুথে ইভিএম খারাপ

08:00 March 27

বাঁকুড়ার ৪টি বিধানসভায় ১৩২৮টি বুথে চলছে ভোটগ্রহণ । 

পুরুলিয়ায় ৯ টি বিধানসভায় ২৪৯১ টি বুথে শুরু হয়েছে ভোটগ্রহণ । জেলায় এখনও পর্যন্ত অপ্রীতিকর ঘটনা বা ইভিএম খারাপ হওয়ার খবর নেই ।

07:56 March 27

  • ঝাড়গ্রামে চারটি বিধানসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ ৷ বুথ সংখ্যা ১৩০৭টি । মাওবাদী অধ্যুষিত জেলা হওয়ায় প্রতিটি বুথেই স্পর্শকাতর ।

07:41 March 27

  • কেশিয়াড়িতে ভোটারদের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

07:40 March 27

  • কেশিয়াড়ি বিধানসভায় অর্জুনগেড়িয়া ২২১ নম্বর বুথে ইভিএম খারাপ থাকায় বন্ধ ভোটগ্রহণ

07:39 March 27

  • মিশন স্কুল কুমার পাড়া ২১৯ নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ

07:38 March 27

  • পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের ১৩২ নম্বর কুম্ভরবা বালিকা বিদ্যালয়ে সকাল থেকেই ইভিএম মেশিন খারাপ

07:37 March 27

  • ভোটগ্রহণ শুরু হতেই একাধিক জায়গা থেকে ভোটিং মেশিন বিগড়ানোর খবর আসছে

07:36 March 27

  • বোমাবাজির ঘটনায় জখম হয়েছেন পটাশপুর থানার ওসি দীপক কুমার চক্রবর্তী
  • মেদিনীপুর বিধাননগর প্রান্তিক স্কুলে ইভিএম মেশিন খারাপ ৷ ভোট শুরু হতে বিলম্ব

07:31 March 27

  • প্রথম দফার ভোটে নজরে রয়েছেন- সুশান্ত ঘোষ (শালবনি), জুন মালিয়া (মেদিনীপুর), বীরবাহা হাঁসদা (ঝাড়গ্রাম), সুখময় সৎপথি (ঝাড়গ্রাম), উত্তরা সিংহ (গড়বেতা), অখিল গিরি (রামনগর), মধুজা সেন রায় (ঝাড়গ্রাম), নরহরি মাহাত (জয়পুর)

07:25 March 27

  • সকাল বেলায় বুথে গিয়ে পরিস্থিতি দেখে এলেন মেদিনীপুরের তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া
তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া

07:10 March 27

  • বলরামপুর বিধানসভার শিমুলিয়ায় শুরু ভোটগ্রহণ

07:09 March 27

  • প্রতিটি বুথে করোনা সুরক্ষা মেনে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷ বুথে ঢোকার আগে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে

07:08 March 27

  • ঘড়ির কাঁটা ৭টার ঘরে প্রবেশ করতেই শুরু হয়ে গেল রাজ্যে প্রথম দফার নির্বাচন

07:04 March 27

ভোটগ্রহণ শুরু হতেই টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ ভোটদাতাদের রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানিয়েছেন তিনি ৷

07:01 March 27

  • আহত জওয়ানকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ৷

07:00 March 27

  • পটাশপুরের আড়গোয়াল এলাকায় কেন্দ্রীয় বাহিনীর এই জওয়ানকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়

06:59 March 27

  • পূর্ব মেদিনীপুরের পটাশপুরে দুষ্কৃতীদের বোমায় আহত কেন্দ্রীয় বাহিনী

06:59 March 27

  • ভোটকর্মীদের খাবার দিয়ে ফিরছিল গাড়িটি । স্থানীয়দের ধারণা, গাড়িটিতে আগুন লাগানো হয়েছে।

error: Content is protected !!