খোকাবাবু বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হলে অবাক হবেন না’, অভিষেককে নিয়ে বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী

তৃণমূলের নবীন-প্রবীণ দ্বন্দ্ব ইস্যুতে যখন তোলপাড় রাজ্য রাীজনীতি, ঠিক সেই সময়ই বিস্ফোরক মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, ‘নবীন-প্রবীণের যে লড়াই, সেই লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দফতর থেকে। যে দিন থেকে খোকাবাবু দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন, ৯ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার পরের দিন থেকে পালটি খেয়েছেন, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছেন। আগামী দিনে অবাক হবেন না, যদি খোকাবাবু বিজেপির প্রজেক্টেড মুখ্যমন্ত্রী মুখ হন বাংলায়, অবাক হবেন না, অগ্রিম বলে রাখছি। তাই ইডি-সিবিআই খোকাবাবুর প্রতি চুপ।’ রাজনৈতিকমহলের একাংশ মনে করছে খোকাবাবু বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছেন অধীর চৌধুরী। এদিকে পালটা কুণল ঘোষ আবার কটাক্ষ করেন অধীর চৌধুরীকে। তিনি বলেন ‘অধীর চৌধুরি নিজেই বিজেপির লোক।’ এমনকী বিজেপি এবং কংগ্রেসের মধ্যে যোগ রয়েছে বলেও দাবি করেন কুণাল। তাঁর কটাক্ষ,’বিজেপির দুই ভাইয়ের একজন কংগ্রেস।’ এদিন কুণালকে আরও বলতে শোনা যায়, ‘তৃণমূল কংগ্রেসকে মানুষ সমর্থন করে, যে পার্টিগুলির মধ্যে কোনও গণতন্ত্র নেই, তারাই এই নিয়ে জ্ঞান দিচ্ছে।’