এখনই বন্ধ হচ্ছে না স্কুল-কলেজ, পর্যালোচনা করে সিদ্ধান্ত, জানালেন মুখ্যমন্ত্রী
রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ ৷ তাই রাজ্যের সামগ্রিক করোনা পরিস্থিতি পর্যালোচনা করে দেখার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গঙ্গাসাগরে দু’দিনের সফর শেষে হেলিকপ্টারে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানালেন তিনি ৷ তবে এখনই স্কুল-কলেজ বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷ কোভিড সংক্রমণ, ওমিক্রন বেশি হলে পরিস্থিতি অনুযায়ী আলাদা আলাদা পকেট তৈরি করে সেই জায়গাগুলিকে আলাদা করে দেওয়ার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, “রাজ্যে সংক্রমণ বাড়লে, তা কন্ট্রোল করতে হয়ে আমাদের ৷ আমার এসব মাথায় রাখতে হয় ৷” রাজ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়ে তিনি একটি সংবাদপত্রে প্রকাশিত খবরের তীব্র সমালোচনা করেন ৷ সংবাদপত্রের নামোল্লেখ করে তিনি অভিযোগ করেন ওই সংবাদপত্রে প্রকাশিত খবরের হেডলাইনে স্কুল বন্ধ রাখার কথা জানানো হয়েছে ৷ অথচ একথা তিনি একবারও বলেননি ৷ মুখ্যমন্ত্রী বলেন, “আমি স্কুল বন্ধ করার কথা বলিনি ৷ কোথাও কিছু হলে কি তারা দায়িত্ব নেবে ?” তিনি উপস্থিত সাংবাদিকদের ভুল খবর ছড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন ৷ জোর দিয়ে মুখ্যমন্ত্রী জানান, এখন রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে ৷ পাশাপাশি রাজ্যে ওমিক্রন আক্রান্তের সন্ধানও মিলেছে ৷ তাই এই পরিস্থিতিতে ভাল করে সবদিক পর্যালোচনা করে দেখতে হবে ৷ এখন বড়দিন, নতুন বছর উপলক্ষ্যে স্কুলগুলি বন্ধ রয়েছে ৷ এর মধ্যে করোনা পরিস্থতির উপর নজর রাখতে হবে ৷ রাজ্যে বাচ্চারা কোথাও ওমিক্রন সংক্রামিত হচ্ছে কি না, এ বিষয়ে খোঁজ খবর নিতে হবে ৷ তারপর স্কুল খোলা থাকবে নাকি বন্ধ, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ কলকাতা বিমানবন্দরে বহু আন্তর্জাতিক বিমান ওঠানামা করে ৷ তাই রাজ্যে করোনা এবং ওমিক্রন সংক্রমণ বাড়তে পারে বলে মুখ্যমন্ত্রী মনে করছেন ৷ কেন্দ্রের কোর্টে বল ঠেলে মমতা বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের ভারতে কোন কোন দেশ থেকে বিমান আসবে বা আসবে না, তা ঠিক করে দেওয়া উচিত ৷’’