সাইবার ফাঁদে অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়, এক ক্লিকেই গায়েব আড়াই লক্ষ টাকা

সাইবার প্রতারণার শিকার হলেন অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় । অভিযোগ, বিদ্যুতের বিলের নাম করে তাঁর ফোনে একটি লিংক আসে । তাড়াহুড়োর মাথায় সেই লিংকে ক্লিক করে বসেন তিনি ৷ তারপরেই দেখা দেয় বিপত্তি ৷ অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় মোট আড়াই লক্ষ টাকা । এরপরই অভিনেতার তরফে স্থানীয় সরশুনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । সাইবার অপরাধ হওয়ায় ঘটনার তদন্তভার চলে যায় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানার হাতে । ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ । অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়ের ছেলে ঋতব্রত মুখোপাধ্যায় বলেন, “ব্যাংকের তরফ থেকে ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে । পাশাপাশি পুলিশের সঙ্গেও আমরা যোগাযোগ করেছি ।” লালবাজার সূত্রে খবর, গত ১৩জুন অভিনেতার মোবাইলে একটি মেসেজ আসে । বিদ্যুত কোম্পানির নাম করে আসা সেই মেসেজ আসার সঙ্গে সঙ্গেই তাঁর কাছে একটি ফোন আসে । ফোনের ওপার থেকে বলা হয়, তাঁর বিদ্যুতের বিল দেওয়া হয়নি, ফলে মেসেজের নিচে দেওয়া একটি লিংকের মাধ্যমে ১১ টাকা জমা দিতে হবে । ফলে তিনি উদগ্রীব হয়ে সেই লিংকে ক্লিক করেন । এর পরেই কয়েক ধাপে তাঁর অ্যাকাউন্ট থেকে মোট আড়াই লক্ষ টাকা গায়েব হয়ে যায় । ব্যাংক অ্যাকাউন্ট থেকে বারে বারে একাধিক ব্যক্তির টাকা গায়েব করে রাজ্যে অপরাধের জাল বিস্তার করছে সাইবার দস্যুরা । এবার সেই সাইবার দস্যুদের খপ্পরে পড়লেন টলিউড অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়ও ।