শঙ্খের আদলে বিশ্বমানের ইনডোর স্টেডিয়াম ‘ধনধান্য’-এর উদ্বোধনের দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
কলকাতার কাছেই তৈরি হয়েছে বিশ্বমানের ইনডোর স্টেডিয়াম ধনধান্য । আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আগামী ১৩ এপ্রিল ‘ধনধান্য’ স্টেডিয়ামের উদ্বোধন হবে ২০১৬ সালে প্রথম শুরু হয় ধনধান্যে অডিটোরিয়াম তৈরির কাজ। আলিপুর সৌজন্যের ঠিক উল্টোদিকে প্রায় ৪৪০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে শঙ্খ আকৃতির এই প্রেক্ষাগৃহটি। জানা গিয়েছে, এই প্রেক্ষাগৃহের মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতা প্রায় ৬০০ ফুট। অডিটোরিয়াম ক্যাম্পাসেই থাকছে একটি কনভেনশন সেন্টারও। বিভিন্ন সংস্কৃতিক ও লোকশিল্পের অনুষ্ঠান, আন্তর্জাতিক সেমিনার-সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থা থাকবে সেখানে। তবে, সবচেয়ে, বড় কথা, এই অডিটোরিয়ামে শিল্পীদের থাকার জন্য থাকছে পৃথক ব্যবস্থা। শিল্পীদের থাকার জন্য তৈরি করা হয়েছে ৩৬টি শয্যার একটি সুসজ্জিত গেস্ট হাউস। ক্যাম্পাসেই থাকছে রেস্তোরাঁ ও ক্যাফেটেরিয়া।অডিটোরিয়ামে দোতলা একটি গাড়ি পার্কিং কেন্দ্রের ব্যবস্থাও করা হয়েছে। সেখানে প্রায় ৩০০ টি গাড়ি রাখা যাবে বলে সূত্রের খবর।