মোদির তথ্যচিত্র প্রদর্শনী ঘিরে ধুন্ধুমার, কোথাও ক্যাম্পাসে ‘ঢিল’, কোথাও বিক্ষোভ ঠেকাতে জলকামান
গুজরাত এবং মোদির বিবিসি-র বিতর্কিত তথ্যচিত্র দেখানো নিয়ে ধুন্ধুমার কাণ্ড রাজধানীর জওহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয়ে। রাতের অন্ধকারে পাথর ছোড়ার অভিযোগ থেকে শুরু করে বিদ্যুৎ কিংবা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া, সবই হল। শেষমেশ একজোট হয়ে বসে মোবাইলেই তথ্যচিত্র দেখলেন জেএনএইউ ছাত্র সংসদের সদস্যেরা। অন্যদিকে, কর্তৃপক্ষকে না জানিয়েই বিশ্ববিদ্য়ালয় চত্বরে প্রদর্শিত হয়ে গেল বিবিসি-র বিতর্কিত তথ্যচিত্র। তলব করা হল রিপোর্টও। গুজরাত হিংসা এবং নরেন্দ্র মোদি বিষয়ক তথ্যচিত্র, ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চন’। এই একটা তথ্যচিত্র। আর তা ঘিরেই একের পর এক ঘটনা। তথ্যচিত্রটি প্রকাশিত হওয়ার পর থেকেই তা নিয়ে তীব্র নিন্দায় সরব হয়েছে বিজেপি। কেন্দ্রীয় সরকারের একাধিক নেতামন্ত্রী এই তথ্যচিত্রকে একপাক্ষিক, বিভ্রান্তিকর এবং দেশের সংহতি রক্ষার পক্ষে ক্ষতিকর হিসাবে উল্লেখ করেছেন। এমনকি, কেন্দ্রীয় সরকারের তরফে ভারতের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিতে বলা হয়েছে এই তথ্যচিত্রের যাবতীয় লিঙ্ক। এরপরেই ভারত সরকারের বিরুদ্ধে কণ্ঠরোধের অভিযোগ তুলেছেন তৃণমূলের মহুয়া মৈত্র থেকে শুরু করে অন্য বিরোধী নেতারা। ভারত সরকারের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মঙ্গলবার রাত ৯টা নাগাদ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বিবিসির তথ্যচিত্র প্রদর্শিত হওয়ার কথা ছিল। তবে অভিযোগ, তার আগেই ক্যাম্পাসে বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা।