রাজ্যকে শ্বেতপত্র প্রকাশ করতে বলার অধিকার নেই রাজ্যপালের, সি ভি আনন্দ বোস এক্তিয়ারের বাইরে কাজ করছেন, মন্তব্য অবসরপ্রাপ্ত বিচারপতির
ভেঙে পড়েছে রাজ্যের অর্থনীতি। এই মর্মে বাংলার অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শুধু তাই নয়, জরুরি বৈঠকের আর্জি জানিয়েছিলেন তিনি। যেই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য-রাজ্যপালের সংঘাত তুঙ্গে। এই আবহে রাজ্যপাল বোসকে নিজের এক্তিয়ারের কথা মনে করিয়ে দিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গাঙ্গুলি। এ দিন বিচারপতি জানান, এই রাজ্যের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। এই সংক্রান্ত খবর আগেও সামনে এসেছে। রাজ্য সরকার যেভাবে একের পর এক লগ্নি নিয়ে চলেছেন, আগামীতে পরিস্থিতি আরও শোচনীয় হতে পারে। তবে সেই ব্যাপারে রাজ্যপাল মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকতে বলতে পারেন না। সেটা মন্ত্রিসভার প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রীর এক্তিয়ারের মধ্যে পড়ে। রাজ্যপাল বোস যেটা করছেন সেটা তাঁর এক্তিয়ারের বাইরে। রাজ্য সরকারকে শ্বেতপত্র প্রকাশ করতে বলার অধিকারও রাজ্যপালের নেই। এই ব্যাপারে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। উদ্বেগ প্রকাশ করেছেন যা একেবারেই কাম্য নয়। উনি রাজ্যের সাংবিধানিক প্রধান। মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান। উভয়পক্ষের মধ্যে সংঘাত তৈরি হওয়া রাজ্যের জনসাধারণের জন্য ভালো নয়। এ দিন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক আরও বলেন, শীর্ষ আদালতের পক্ষ থেকে বারবার রাজ্যপালদের সতর্ক করা হয়েছে। তাদের সংবিধানের নির্দেশ অনুযায়ী কাজ করার কথা জানানো হয়েছে। তাঁদের বিল আটকে রাখতে নিষেধ করা হয়েছে। এ ছাড়া রাজ্যের শাসন ব্যবস্থায় হস্তক্ষেপ না করার পরামর্শ দেওয়া হয়েছে। অনেক সময়েই রাজ্যপালরা সেই সাংবিধানিক রীতি-নীতি মানছেন না। সেই জন্যই সংঘাত হচ্ছে। রাজ্যপালদের সাংবিধানিক রীতি-নীতির মধ্যে থেকেই কাজ করা উচিত।