দেশের সব বিশ্ববিদ্যালয়গুলিতে প্লাস্টিক ব্যবহার বন্ধে কড়া পদক্ষেপ নিল ইউজিসি

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্লাস্টিক ব্যবহার বন্ধে এবার কড়া পদক্ষেপ নিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(ইউজিসি) । একটি বিজ্ঞপ্তি জারি করে ইউজিসির তরফে জানানো হয়েছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ক্যান্টিন, হস্টেল বিপণিতে প্লাস্টিকের ব্যবহার যতটা সম্ভব কমাতে হবে। সেইসঙ্গে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্টেক হোল্ডাররা যেমন শিক্ষক, পড়ুয়া, শিক্ষাকর্মীদেরও পরিবেশবান্ধব সামগ্রী যেমন কাপড়ের ব্যাগ, কাগজের ব্যাগ, জলের বোতল ব্যবহারের দিকে জোর দেওয়ার কথা বলা হয়েছে। ইউজিসি’র তরফে জানানো হয়েছে, প্লাস্টিক ব্যবহারের কুপ্রভাব পরিবেশকে চরম ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। সেই কারণেই এই সতর্কতা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। প্রয়োজনে গাইডলাইন তৈরি করে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। সর্বোপরি ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত রাখতে যা যা করণীয় সেই সমস্ত বিষয় নজর দিতে বলা হয়েছে ইউজিসির তরফে।