আজই তৃণমূলে যোগ দেবেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা!

ডুয়ার্সে এই প্রথম রাজ্য পর্যায়ে নেতাজীর জন্ম জয়ন্তী পালন করলেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারের সুভাষিণী চা বাগানের ময়দানে নেতাজী সুভাসচন্দ্র বোসের জন্মদিবস পালন-সহ সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা তৃণমূলে যোগ দেবেন বলে যে জল্পনা রাজনৈতিক মহলে চলছে। তা আরও জোরালো হল বৃহস্পতিবার রাজ্য সরকারের সরকারি অনুষ্ঠানে তাঁর যোগদানে । তিনি মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাও বলেন ।গতকাল সরাসরি বিজেপির বিরুদ্ধে তরাই-ডুয়ার্সের উন্নয়নের কাজে বাধা দেওয়ার অভিযোগ তোলেন তিনি ৷ আর এবার তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর সামনে ৷ তিনি অবশেষে কবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সেটাই দেখার ।

error: Content is protected !!