ইংল্যান্ডকে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জয় ভারতের
চতুর্থ টি-২০তে ভারতের কাছে পাত্তা পেল না ইংল্যান্ড। জস বাটলারদের ১৫ রানে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিলেন সূর্যকুমাররা। হাফসেঞ্চুরি করেন শিবম-হার্দিক, দুজনেই। ৩ উইকেট রবি বিষ্ণোই ও হর্ষিতের। ২টি শিকার করলেন বরুণ চক্রবর্তী। এর মধ্যে শিবম দুবে আহত হওয়ায় তাঁর জায়গায় নেমে ইতিহাস গড়েন হর্ষিত। টস জিতলেন বাটলার, প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৮১ রান। […]
আরও পড়ুন