‘আজ রাতটা দেখবো…’, রবিবার রাতেও যুদ্ধবিরতি লঙ্ঘন, হটলাইনে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি ভারতীয় সেনার

শনিবার সংঘর্ষ বিরতি ঘোষণার দুই ঘণ্টার মধ্যে তা লঙ্ঘন করেছিল পাকিস্তান। আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা এলাকায় পাক গোলার আঘাতে শহিদ হয়েছেন সশস্ত্র বাহিনীর চার জওয়ান। রবিবার পাক সেনার এই ঘৃণ্য কৌশলের তীব্র নিন্দা করে ভারতীয় সশস্ত্র বাহিনী স্পষ্ট জানিয়ে দিল, এই অবস্থা যদি চলতে থাকে, তা হলে তার ‘কঠোর জবাব’ দেওয়া হবে। এ দিন এক সাংবাদিক সম্মেলনে সেনাবাহিনী জানিয়েছে, সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অজুহাতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে পাক সেনাবাহিনীর সদস্যরা বলে, গোয়েন্দা তথ্য রয়েছে তাদের কাছে। ডিজিএমও অর্থাৎ মিলিটারি অপারেশনস-এর ডিজি লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানিয়েছেন, শনিবার বিকাল ৩টে বেজে ৩৫ মিনিট নাদাগ পাকিস্তানের ডিজিএমও-র সঙ্গে হটলাইনে কথা হয়েছিল তাঁর। পাক সেনার ডিজিএমও শত্রুতা বন্ধের প্রস্তাব দেন। ঠিক হয় ১০ মে বিকেল ৫টা থেকে উভয় পক্ষই সীমান্তবর্তী এলাকায় গোলাগুলি বর্ষণ এবং আকাশপথে হামলা বন্ধ করবে। ১২ মে দুপুর ১২টায় এই সমঝোতার স্থায়িত্ব নিশ্চিত করার পদ্ধতিগুলি নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সমস্ত কথাবার্তা হওয়ার পরেও আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখার ওই পার থেকে গুলিবর্ষণ করে পাকিস্তান সেনাবাহিনী। শনিবার রাত এবং রবিবার ভোরবেলা জুড়ে ড্রোন অনুপ্রবেশ করে ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই-এর কথায় পাকিস্তানের এই পদক্ষেপ ‘হতাশাজনক কিন্তু প্রত্যাশিত’। এই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের কঠোর জবাব দেওয়া হয়েছে বলে জানান লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই।

পাল্টা ব্যবস্থা নেওয়ার পূর্ণ ক্ষমতা

লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই আরও জানান, রবিবারও পাক ডিজিএমও-কে আরও একটি হটলাইন বার্তা পাঠানো হয়েছে। ১০ মে দুই দেশের মধ্যে যে সমঝোতা হয়েছে, তা এ দিন রাতে বা এর পরে যদি পাকিস্তান ফের লঙ্ঘন করে, তা হলে কঠোর ভাবে তার জবাব দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। ডিজিএমও বলেছেন, ‘পাকিস্তানের পক্ষ থেকে যে কোনও লঙ্ঘনের ক্ষেত্রে পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য সেনাপ্রধান আমাদের কমান্ডারকে পূর্ণ ক্ষমতা দিয়েছেন।’

রবিবার রাত পর্যন্ত দেখবো

লেফটেন্যান্ট জেনারেল ঘাই আরও জানিয়েছেন, রবিবার রাত পর্যন্ত অপেক্ষা করবে ভারত। এই রাতে কী হয়, তা দেখে প্রতিক্রিয়া জানানো হবে। রবিবারও সন্ধ্যা ৭টা থেকেই পাকিস্তানের পক্ষ থেকে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। লেফটেন্যান্ট জেনারেল ঘাই জানিয়েছেন, ভারত-পাকিস্তান সীমান্তের পরিস্থিতির নিরাপত্তা পর্যালোচনা করছেন সেনাপ্রধান। তিনি বলেন, ‘আমরা অপেক্ষা করব এবং দেখব আজ রাতে কী হয়। পাকিস্তান যদি কোনও পদক্ষেপ করার সাহস করে, আমাদের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। পাকিস্তান জানে আমরা কী করতে যাচ্ছি।’

error: Content is protected !!