জোকা ইএসআই হাসপাতাল চত্বরে উদ্ধার বস্তা ভর্তি মাংসপিণ্ড!

শুক্রবার জোকা ইএসআই হাসপাতাল এলাকায় বস্তা ভর্তি মাংসপিণ্ড উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য। ওই বস্তা উদ্ধারের পরই পুলিসে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে আসে ঠাকুরপুকুর থানার পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই মাংসপিণ্ড কোনও পশুর দেহের অংশ। তবে তা বস্তাবন্দি করে কেন ফেলা হয়েছে, তার উত্তর খুঁজছে পুলিশ।ইতিমধ্যেই পুলিশ ওই মাংসপিণ্ড উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। রিপোর্ট হাতে এলেই খোলসা হবে গোটা বিষয়টা।

error: Content is protected !!