নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার দেশজুড়ে ‘পরাক্রম দিবস’ পালিত হচ্ছে। নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন শ্রদ্ধাঞ্জলি জানালেন বাংলা ভাষায়। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, “নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী যেটি পরাক্রম দিবস হিসাবে পালন করা হয়ে থাকে, সেই দিনটিকে স্মরণে রেখে আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি ভারতমাতার অন্যতম সর্বশ্রেষ্ঠ সন্তানকে। ভারতের স্বাধীনতা সংগ্রামে যে সকল সেনানী তাঁদের স্থিরচিত্ত ও অনুকরণীয় ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন, তাঁদের মধ্যে নেতাজী অন্যতম। অসংখ্য ভারতীয়কে উদ্বুদ্ধ করেছে তাঁর স্বাধীনতার ডাক। এর ফলে, বহু ভারতীয় স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। নেতাজীর নিরলস সংকল্প এবং আজাদ হিন্দি বাহিনীতে তাঁর নির্ভীক নেতৃত্ব ভারতীয় প্রজন্মকে বারংবার উদ্বুদ্ধ করবে।”

error: Content is protected !!