ফের যান্ত্রিক গোলযোগের জেরে ব্যাহত মেট্রো পরিষেবা
যান্ত্রিক গোলযোগের কারণে রবীন্দ্র সরোবর স্টেশনে দাঁড়িয়ে যায় মেট্রো। ফলে আপ লাইনে ব্যাহত হয় পরিষেবা। প্রায় আধ ঘণ্টা ব্যাহত থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিষেবা। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধে ৫টা ৫৫ মিনিট নাগাদ দক্ষিণেশ্বর গামী একটি ট্রেন রবীন্দ্র সরোবর স্টেশনে ঢোকার সময়ে সেটিতে সমস্যা দেখা দেয়। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরেও সমস্যা না মেটায় ওই মেট্রোটি চালানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সন্ধে ৬টা ১৬ মিনিট নাগাদ ওই রেকটি খালি করে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এর ফলে আপ লাইনে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। লাইনে দাঁড়িয়ে পড়ে একের পর ট্রেন। ভিড় বাড়তে থাকে স্টেশনগুলিতে। মেট্রো বিভ্রাটের খবর পেয়ে রবীন্দ্র সরোবর স্টেশনে পৌঁছন মেট্রোর ইঞ্জিনিয়ারেরা। যান্ত্রিক গোলযোগ মেরামতির পর খালি রেকটি নোয়াপাড়ায় মেট্রোর কারশেডে পাঠিয়ে দেওয়া হয়। তবে আপ লাইনে প্রায় আধ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকলেও ডাউন লাইনে পরিষেবা স্বাভাবিক ছিল। সন্ধে সাড়ে ৬টা নাগাদ আপ লাইনেও ট্রেন চলাচল শুরু হয়। ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিষেবা।