সঙ্গীতচর্চার বাহানায় একাধিকবার নাবালিকাকে যৌন নির্যাতন! ফ্ল্যাট থেকে গ্রেফতার পন্ডিত অজয় চক্রবর্তীর ভাই

পন্ডিত অজয় চক্রবর্তীর পরিবারে চরম বিতর্কের ছায়া৷ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠছে কিংবদন্তি শিল্পীর ভাইয়ের বিরুদ্ধে৷ প্রিন্স বখতিয়ার শাহ রোডের প্রাণ সঙ্গীত অ্যাকাডেমিতে ১৫ বছরের নাবালিকাকে সঙ্গীতচর্চার বাহানায় শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে পন্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তীকে মুম্বইতে নামী গায়কের ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়। নাবালিকাকে যৌন হেনস্থার করার পর থেকেই পালিয়ে মুম্বইতে ছিলেন তিনি৷ নাবালিকাকে গান শেখানোর নাম করে শারীরিক নির্যাতন-এর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই ঘটনার পরেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে নাবালিকা। সেই ঘটনার পরেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে নাবালিকা। পরিবার সূত্রে খবর, একাধিকবার মেয়েটির সঙ্গে এমন করার চেষ্টা করেন সঞ্জয়। এরপরেই চারু মার্কেট থানায় সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নাবালিকা পরিবার। তার পরেই নাকি অভিযুক্ত সঞ্জয় মুম্বইয়ে গা ঢাকা দেন। সেখানে শ্রেয়া ঘোষালের ঘনিষ্ঠ গায়ক কিঞ্জলের ফ্ল্যাট থেকে তাঁকে পুলিশ গ্রেফতার করেছে। চারু মার্কেট থানায় মামলা দায়ের হয়। আলিপুর বিশেষ পকসো আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। দেড় মাস আগে অভিযোগ দায়ের হয়েছিল থানায়। তারপর থেকেই পলাতক ছিলেন সঞ্জয়। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন তিনি।