অসমের তিনসুকিয়ায় বিয়ে বাড়িতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, নিহত এক শিশু সহ ৪ জন

 অসমের তিনসুকিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আরিয়া জেলার বরদাহ এলাকার রাজেশ গুপ্তা, তাঁর ৫ বছরের ছেলে আর্শ, এবং রাজেশের দুই আত্মীয় মোহন শাহ এবং মণ্টু শাহ।জানা গিয়েছে, রাজেশ গুপ্তা, মোহন শাহ এবং মন্টু শাহ-এর সঙ্গে অসমের তিনসুকিয়া যাচ্ছিলেন শালির মেয়ের বিয়েতে যোগ দিতে। তাঁরা কাটিহার থেকে ট্রেনে ডিব্রুগড় পৌঁছান এবং সেখান থেকে শালির গাড়িতে তিনসুকিয়া যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। ডিব্রুগড়-তিনসুকিয়া জাতীয় মহাসড়কের দিহিঙ্গিয়া বাইপাসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি জলে ভরা গর্তে পড়ে যায়, যেখানে গাড়ির আরোহী বাবা-ছেলে সহ চারজন নিহত হন। দুর্ঘটনার সময় রাজেশের স্ত্রী সুনীতা এবং মেয়ে পিহু গুরুতর আহত হন, তাদের চিকিৎসা অসম মেডিক্যাল কলেজ হাসপাতালে চলছে।