অসহায় আত্মসমর্পণ ভারতের, মেলবোর্ন টেস্টে লজ্জার হার!

মেলবোর্ন টেস্টে হেরে গেল ভারত। গ্যাবায় ড্র করে মেলবোর্ন টেস্ট খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া আর এবার নেমে ১৮৪ রানে হারতে হয়েছে। বাকি ম্যাচগুলোর মতো এই ম্যাচে দলগত পারফর্ম্যান্স দেখা যায়নি। কয়েকজন প্লেয়ার বাদ দিলে কেউ লড়তে পারেননি। ফলে মেলবোর্ন টেস্ট হেরে ২-১ এ সিরিজে পিছিয়ে পড়ল টিম ইন্ডিয়া। সোমবার মেলবোর্নে তাই ভারত 340 রান তাড়া করে জিতবে, এমনটা প্রত্য়াশা করেননি ভারতের অতি বড় সমর্থকও ৷ তবে ভারত যেটা করতে পারত সেটা হল চতুর্থ ম্য়াচ ড্র রেখে সিডনি টেস্টে জয়ের জন্য অলআউট ঝাঁপানো ৷ কিন্তু ভারতীয় ব্য়াটিং লাইনের এতটাই হতশ্রী দশা যে, সারাদিন ব্যাট করার ক্ষমতা হারিয়েছে তারা ৷ রোহিত শর্মা, বিরাট কোহলির মত বাঘা-বাঘা ব্য়াটাররা থেকেও নেই ৷ ফলাফল যা হওয়ার তাই হল ৷ যশস্বী জয়সওয়ালের প্রতিরোধ সত্ত্বেও এমসিজিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ভারতীয় ব্যাটিং ৷ 340 রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে 155 রানে গুটিয়ে গেল ভারত ৷ 184 রানে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার আশা কার্যত শেষ হয়ে গেল টিম ইন্ডিয়ার ৷ ওপেনার যশস্বী জয়সওয়াল 84 রান করে আউট হলেন বিতর্কিত সিদ্ধান্তে ৷ চতুর্থ উইকেটে জয়সওয়াল ও পন্তের 88 রানের জুটি বাদ দিলে ভারতীয় ব্য়াটিং নিয়ে যত কম বলা যায় তত ভালো ৷ পন্ত আউট হলেন 30 রান ৷ এই দুই ব্য়াটারকে বাদ দিয়ে দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি আর কোনও ভারতীয় ব্য়াটার ৷ এক রানে ফিরলেন গত ইনিংসে শতরান করে নায়ক বনে যাওয়া নীতীশ কুমার রেড্ডি ৷ সবমিলিয়ে 79.1 ওভারে 155 রানে অলআউট হয়ে যায় ভারত ৷ 45 বলে 5 রানে অপরাজিত থেকে যান ওয়াশিংটন সুন্দর ৷ অজি অধিনায়ক প্য়াট কামিন্স এবং স্কট বোল্যান্ড তিনটি করে উইকেট নিয়েই মূলত ভাঙেন ভারতীয় ব্য়াটিংকে ৷ জোড়া উইকেট যায় ন্য়াথন লায়নের ঝুলিতে ৷ পন্তকে ফেরান স্টপগ্য়াপ স্পিনার ট্রাভিস হেড ৷ যা গুরুত্বপূর্ণ সময়ে মহামূল্যবান হয়ে থাকল অস্ট্রেলিয়ার জন্য ৷ জয়ের ফলে পাঁচম্য়াচের সিরিজে 2-1 এগিয়ে গেল ব্য়াগি গ্রিন শিবির ৷ বর্ডার-গাভাসকর ট্রফি দখলে রাখতে শেষ টেস্টে জয় ছাড়া গতি নেই ভারতের ৷ এর আগে দিনের শুরুতে মাত্র ছয় রান যোগ করে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় 234 রানে ৷ ফের পাঁচ উইকেট নেন জসপ্রীত বুমরা ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!