Latest Posts
স্বাস্থ্যসাথীতে নাম তুলেছেন ৮ কোটি ৭২ লক্ষ মানুষ, জানালেন রাজ্যের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপিরদিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার সমাজমাধ্যমের ‘বন্ধু’রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের নয়া চেয়ারপার্সন পদে নিয়োগ হলেন তাপসী মণ্ডলহোলি ও রমজান উপলক্ষে ‘উজ্জ্বলা যোজনা’য় দেওয়া হবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডারএলপিজি ট্যাঙ্কারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, মৃত ৭ফের যান্ত্রিক বিভ্রাট! পিছিয়ে গেল সুনীতাদের পৃথিবীতে ফেরার দিনক্ষণদোল উপলক্ষে শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেনচলতি মাসের শেষের দিকে ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্টযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তদন্তের স্বার্থে মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দিতে পড়ুয়াদের নির্দেশ হাইকোর্টেরতারাপীঠ মহাশ্মশানে ভিতর বেআইনি নির্মাণ নিয়ে মামলার অনুমতি দিল কলকাতা হাইকোর্টেরদেশকে টুকরো করার চেষ্টা করবেন না, এটা আমরা মানবো নাঃ মুখ্যমন্ত্রীযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে মিটিং-মিছিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার কলকাতা হাইকোর্টেরঘোলা হত্যাকান্ডে কফিতে বিষ মিশিয়ে অচৈতন্য করে গলার নলি কেটে খুন, ধৃত ২এবার ট্রাম্পকে ইরানের পালটা হুঁশিয়ারিকল্যাণী এক্সপ্রেসওয়েতে ট্রলি ব্যাগে উদ্ধার ব্যবসায়ীর দেহ, গ্রেফতার ২৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে আরও ১০ পণবন্দিকে হত্যা করার হুঁশিয়ারি বালোচ বিদ্রোহীদেরবসন্তোৎসব করছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন৪৬ বছরের পুরনো আইন ঘিরে অগ্নিগর্ভ অরুণাচল প্রদেশতীব্র যানজটের সম্মুখীন কোনা-দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, সমস্যা সমাধানের জন্য বিশেষ বৈঠক নবান্নে

আগামিকাল থেকে বঙ্গে ফিরছে শীত

আগামিকাল (রবিবার) থেকে ঠান্ডা ফিরবে বঙ্গে। কারণ, উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস ফের অবাধে ঢুকতে শুরু করবে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি। কুয়াশাচ্ছন্ন সকালে রোদের তাপ সরাসরি না-লাগলেও কনকনে শীত নেই। বরং, বেলা শেষের ঠান্ডায় শীত বিদায়ের ইঙ্গিত। যদিও আলিপুর বলছে, আজ থেকে পশ্চিমী ঝঞ্ঝা সরবে। হাওয়া অফিস পূর্বাভাসে জানাচ্ছে, উত্তরবঙ্গের ওপরের তিনটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। পশ্চিমী ঝঞ্ঝা চলে যাওয়ায় আবহাওয়ার এই পরিবর্তন হচ্ছে ৷ আগামী 24 ঘণ্টায় তাপমাত্রার বিরাট পরিবর্তন নেই। তবে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বঙ্গজুড়ে ৷ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি আসার সম্ভাবনা। তবে জমিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। গত কয়েকদিন ধরেই ঘন কুয়াশার দাপট চলছে, যার প্রভাব পড়ছে যানবাহন চলাচলে। আজ শনিবার সকালেও ঘন কুয়াশার দাপট চলবে ৷ দক্ষিণবঙ্গের 4 এবং উত্তরবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার সতর্কতা দিয়েছে আলিপুর ৷ দৃশ্যমানতা 50 মিটারের কাছাকাছি নেমে আসতে পারে দু-এক জায়গায়। দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঘন কুয়াশার সতর্কতা। বাকি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা কলকাতা, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে। উত্তরবঙ্গে আজ সকালে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা । বাকি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। শুক্রবার, কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল, 18.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 4.1 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 95 শতাংশ ও সর্বনিম্ন 57 শতাংশ। আজ, ভোরে কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলায় পরিষ্কার আকাশের দেখা মিলবে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 26 ডিগ্রি এবং 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

error: Content is protected !!