
আগামী ২৪ ও ২৫ মার্চ ব্যাংক ধর্মঘট!
আগামী ২৪ ও ২৫ মার্চ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট হতে চলেছে। ব্যাঙ্ক অফিসারদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের তরফে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। তা থেকে সরে আসছে এই সংগঠন। এখন তাদের সঙ্গে শামিল হয়ে ব্যাঙ্ক অফিসারদের আরও আটটি সংগঠন ২৪ ও ২৫ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে। সংগঠনগুলির যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নসের আওতায় এই ধর্মঘট হতে চলেছে। ধর্মঘটিদের তালিকায় আছে ভারতীয় মজদুর সঙ্ঘ বা বিএমএসের আওতায় থাকা দু’টি সংগঠনও। ২২ মার্চ চতুর্থ শনিবার পড়ায় ওই দিন ব্যাঙ্ক বন্ধ। পরের দিন রবিবার থাকায় এরাজ্যে পরপর চার দিন ব্যাঙ্ক পরিষেবা পাবেন না সাধারণ গ্রাহক। ব্যাহত হবে এটিএম পরিষেবাও। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, ‘বেশ কিছু দাবিদাওয়া যেমন আমরা সামনে এনেছি, তেমনই দু’টি বিষয়ের বিরোধিতা করছি আমরা। দাবিগুলির মধ্যে সবার আগে রয়েছে যথাযথভাবে শূন্যপদগুলি পূরণ এবং সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক খোলা রাখা। এছাড়া, কেন্দ্রীয় সরকার কয়েকটি শ্রমিক স্বার্থ বিরোধী পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা সেগুলির বিরোধিতা করছি। অর্থমন্ত্রক ব্যাঙ্কের নীতিগত সিদ্ধান্তে নাক গলাচ্ছে, যা একেবারেই নিয়মবিরুদ্ধ। আমরা তারও প্রতিবাদ করছি।’ অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি রাজেন নাগর বলেন, ‘আমরা সবাই দাবিদাওয়াগুলি নিয়ে সহমত হয়েছি এবং একযোগে ধর্মঘটে যাচ্ছি। সেই সঙ্গে এই ক’দিন আমরা দেশজুড়ে লাগাতার আন্দোলন কর্মসূচি নিয়েছি। তালিকায় থাকবে সামাজিক মাধ্যমে প্রচারও।’