আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অভিনব নিউ ইয়ার সুনীতাদের!

মহাকাশচারী সুনীতা উইলিয়ামস নতুন বছরে নতুন রেকর্ড করলেন। তিনি ১৬টি সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখলেন। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে রয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, ২০২৪ সাল যেখানে শেষ হচ্ছে সেখানে এই ধরণের অনুভুতি হয়ে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন। পৃথিবীর বাইরে থেকে এমন একটি অভিজ্ঞতাকে শেয়ার করতে পেরে অন্যরকম লাগছে। সুনীতা উইলিয়ামস বর্তমানে বোয়িংয়ের স্টারলাইনার স্পেস ক্রাফ্টে রয়েছেন। সেখানে তার প্রধান সঙ্গী রয়েছেন বেরি উইলমোর। গত বছরের জুন মাস থেকে তারা মহাকাশে রয়েছেন। তাদের ফেরত নিয়ে আসার যানটি বর্তমানে পৃথিবীকে ফেরত পাঠানো হয়েছে। অন্যদিকে নতুন একটি যান তৈরি করে সেটিকে মহাকাশে পাঠানোর চেষ্টা করছে নাসা।  একটি ভিডিও শেয়ার করে নাসা জানিয়েছে পৃথিবীর বাইরে সুনীতা যে অভিজ্ঞতা সঞ্চয় করছে তা আগামীদিনে মহাকাশ গবেষণার নতুন দিক খুলে দেবে। সেখানেই তারা বড়দিন পালন করেছেন। এবার নতুন বছরকে সেখান থেকেই দেখলেন এই দুই মহাকাশচারী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!