Latest Posts
রেললাইনে ট্রাক, ভোররাতে মহারাষ্ট্রের জলগাঁওয়ে লরিকে ধাক্কা মেরে ৫০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে গেল অমরাবতী এক্সপ্রেসনেই নিষেধাজ্ঞা! রঙের উৎসবে মেতেছে শান্তিনিকেতনবসন্ত উৎসবের জন্য টানা ৩ দিন বন্ধ থাকবে লাটাগুড়ি ও গোরুমারা এবং নেওড়া ভ্যালির জঙ্গলপরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করায় বাবা এবং ভাইয়ের হাতে খুন তরুণীহাওড়া ডিভিশনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের বাতিল একগুচ্ছ ট্রেন!নাগরাকাটায় আউটপোস্ট তৈরির জন্য এসএসবি-কে জমি দিল রাজ্য সরকারপোলেরহাটে ২টি ইটভাটায় হানা দিয়ে উদ্ধার ২১ শিশুশ্রমিকভোর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল-লাদাখশিলিগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডএবার কান চলচ্চিত্র উত্‍সবে আলিয়াস্বাস্থ্যসাথীতে নাম তুলেছেন ৮ কোটি ৭২ লক্ষ মানুষ, জানালেন রাজ্যের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপিরদিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার সমাজমাধ্যমের ‘বন্ধু’রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের নয়া চেয়ারপার্সন পদে নিয়োগ হলেন তাপসী মণ্ডলহোলি ও রমজান উপলক্ষে ‘উজ্জ্বলা যোজনা’য় দেওয়া হবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডারএলপিজি ট্যাঙ্কারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, মৃত ৭ফের যান্ত্রিক বিভ্রাট! পিছিয়ে গেল সুনীতাদের পৃথিবীতে ফেরার দিনক্ষণদোল উপলক্ষে শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেনচলতি মাসের শেষের দিকে ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্টযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তদন্তের স্বার্থে মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দিতে পড়ুয়াদের নির্দেশ হাইকোর্টের

ইসরোর মিশনে যান্ত্রিক ত্রুটি, কক্ষপথে পৌঁছতে ব্যর্থ স্যাটেলাইট!

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে গত বুধবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISROS) শততম মিশনে একটি নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় ৷ সেদিন একটি জিএসএলভি রকেটের মাধ্যমে এই নেভিগেশন স্যাটেলাইটটির সফল ভাবে উৎক্ষেপণ করা হয় ৷ কিন্তু, উৎক্ষেপণের চারদিন পরই সেটি তার নির্দিষ্ট কক্ষপথে পৌঁছতে ব্যর্থ হল ৷ প্রযুক্তিগত ত্রুটির কারণেই এনভিএস-02 এই সমস্যার সম্মুখীন হয়েছে বলে জানা গিয়েছে ৷ বুধবার সকাল 6টা 23 মিনিট নাগাদ কৃত্রিম উপগ্রহ এনভিএস-02-কে নিয়ে রওনা দেয় জিএসএলভি এফ-15 রকেট। সফল উৎক্ষেপণের সকলেই উচ্ছ্বসিত হয়েছিলেন ৷ ইসরো জানিয়েছে, যে ভালভগুলি খুলে অক্সিডাইজার প্রবাহিত হওয়ার কথা ছিল, তা না খোলায় সুনির্দিষ্ট কক্ষপথে পারেনি ইসরোর নেভিগেশন স্যাটেলাইটটি। ইসরো জানিয়েছে, নেভিগেশন স্যাটেলাইটটি এনভিএস-02 একটি উপবৃত্তাকার জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে (GTO) পৃথিবীর চারপাশে ঘুরছে, যা নেভিগেশনের জন্য উপযুক্ত নয়। ISRO জানিয়েছে যে, স্যাটেলাইটের সিস্টেম এখনও স্বাভাবিক ভাবেই কাজ করছে এনভিএস-02কে তার সুনির্দিষ্ট কক্ষপথে নিয়ে যাওয়ার জন্য বিকল্প কৌশল নিয়ে কাজ করছেন এই প্রকল্পের সঙ্গে যুক্ত গবেষকরা। যদিও এনভিএস-02-কে নির্দিষ্ট কক্ষপথে পাঠাতে ঠিক কতটা সময় লাগবে, তা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। তেমন হলে মিশনটি বাতিলও করা হতে পারে বলে জানিয়েছে ইসরো।

error: Content is protected !!