
এবার কলকাতা থেকে ফুকেট ‘নন-স্টপ’ বিমান চালু করল ইন্ডিগো
বিমান সংস্থা ‘ইন্ডিগো’ ঘোষণা করল, তাদের বিমান এবার কলকাতা থেকে রোজ ফুকেট যাতায়াত করবে। দিল্লির পর এটি হবে ইন্ডিগোর দ্বিতীয় সরাসরি ফুকেট উড়ান। ডিসেম্বরের শুরুতেই সংস্থার তরফে জানানো হয়েছিল কলকাতা থেকে ফুকেট বিমান পরিষেবার কথা। জানানো হয়েছিল, এই নতুন রুটের মাধ্যমে ইন্ডিগো ভারত ও থাইল্যান্ডের মধ্যে ৯৩টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করবে। কলকাতা থেকে ফুকেট উড়ান চলবে সোমবার, মঙ্গলবার, বুধবার, শুক্রবার, শনি ও রবিবার। সোমবার, মঙ্গল ও শুক্রবার, ফ্লাইট 6E 1901, কলকাতা থেকে সকাল ৬ টায় (আইএসটি) ছেড়ে যাবে এবং ফুকেট পৌঁছাবে সকাল ১০টা ৪০ মিনিটে (স্থানীয় সময়), বুধ ও শনিবার ফ্লাইটটি কলকাতা থেকে সকাল ৬.৫০ টায় ছাড়বে এবং সকাল১১.৩৫ মিনিটে ফুকেট পৌঁছাবে। রবিবার সকাল ৬টা ৫০ মিনিটে ফ্লাইট ছেড়ে ফুকেটে অবতরণ করবে সকাল ১১টা ৪০ মিনিটে।