
এবার বন্দে ভারতের দূরপাল্লার যাত্রাতে চালু হতে চলেছে স্লিপার ট্রেন
বন্দে ভারত স্লিপার ট্রেনের মাধ্যমে দূরপাল্লায় ভ্রমণ শুরু করতে চলেছে ভারতীয় রেল ৷ বন্দে ভারতের এই স্লিপার ট্রেন ভারতীয় রেলের মানচিত্রে যে একটি বিশেষ জায়গা নিতে চলেছে তাতে সন্দেহের অবকাশ নেই। রেল মন্ত্রক জানিয়েছে, হাই-স্পিড এই স্লিপার ট্রেনটির স্বপ্ন এখন বাস্তবে পরিণত হয়েছে ৷ কারণ প্রথম ১৬ কোচের বন্দে ভারত স্লিপার ট্রেন চলতি বছরের ১৫ জানুয়ারি সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন করেছে ৷ রিসার্চ ডিজাইনস অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (আরডিএসও)-র তরফে মুম্বই-আহমেদাবাদ মধ্যে এই ট্রায়াল রান চালানো হয় ৷ তাতে বন্দে ভারত স্লিপার ট্রেনটি ৫৪৫ কিলোমিটার পথ সফলভাবে অতিক্রম করে ৷ রেল মন্ত্রক আরও জানিয়েছে, চেন্নাইয়ে অবস্থিত ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি গত বছরের ১৭ ডিসেম্বর ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন উৎপাদনের কাজ সম্পন্ন করেছে । ১৪ দিনের মধ্যে ট্রেনটি কোটা বিভাগে আনা হয়েছিল। একেবারে প্রথমে সফলভাবে ৩০ থেকে ৪০কিলোমিটারের স্বল্প দূরত্বে পরীক্ষা চলে ৷ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে লাগাতার তিনদিন এই পরীক্ষা চালানো হয় ৷ সেখানে প্রতি ঘণ্টায় এই ট্রেনটি ৮০ কিলোমিটারের গতিতে ছুটেছে ।