‘এসপি-র অপদার্থতার জন্য খুন তৃণমূল নেতা’, পুলিশকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

বৃহস্পতিবার সাতসকালে মালদা শুটআউটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ভরা বাজারে তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি। গুলিবিদ্ধ হলেন তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন জেলা সভাপতি তথা জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সেখানেই মৃত্যু হয় তাঁর। এবার সেই মৃত্যু নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার বিডিও-র উদ্দেশে মমতা বলেন, “মালদায় আজ খুন হয়ে গেল আমাদের পুরসভার একজন প্রতিনিধি। এসপি-র অপদার্থতার জন্য। আগেও অনেকবার হামলা হয়েছে।” নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী এই খুন প্রসঙ্গে বলেন, ”আমার খুব পরিচিত একজন, বাবলা সরকার খুন হয়েছে। ওর সিকিউরিটি ছিল আগে। এখন তুলে নিয়েছে। আমি ববি হাকিম, সাবিনাকে পাঠাচ্ছি। পুলিশের ব্যর্থতার জন্য হয়েছে।” জানা গিয়েছে, একটি গুলি লাগে তৃণমূল নেতার মাথার পিছন দিকে। এরপরই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!