ওড়িশায় কারাগার ও সংশোধনাগাড় দফতরের জেল-মালিকানাধীন জমিতে পেট্রোল পাম্প স্থাপনের পরিকল্পনা

বন্দিদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার উদ্দ্যেশে ওড়িশায় কারাগার ও সংশোধনাগাড় দফতর এক বিশেষ উদ্যোগ নিতে চলেছে। হাইওয়ে সংলগ্ন জেল-মালিকানাধীন জমিতে পেট্রোল পাম্প স্থাপন করার পরিকল্পনা করেছে দফতর ৷ জেল-মালিকানাধীন জমিতে পেট্রোল পাম্পের জন্য নির্বাচিত স্থানগুলির মধ্যে রয়েছে সম্বলপুর, কোরাপুট এবং আঙ্গুলের সার্কেল জেল; বোলাঙ্গির এবং জগৎসিংহপুর জেলা কারাগার এবং বেশ কয়েকটি উপ-সংশোধনাগার। এই পাম্পগুলি পরিচালনা করার জন্য বন্দিদের প্রশিক্ষণ দেওয়াও হবে ৷ এই উদ্যোগ তাদের সমাজের মূল স্রোতে ফেরাতে সহায়তা করবে ৷ রবিবার এমনটাই জানিয়েছেন ডিজি (কারা) অরুণ কুমার রায়। বন্দিদের দ্বারা পরিচালিত পেট্রোল পাম্প তৈরির জন্য সরকারি ক্ষেত্রে উদ্যোগের সঙ্গে অংশীদারিত্বের জন্য রাজ্য সরকারের পরিকল্পনার রূপরেখা তুলে ধরে, ডিজি (কারা) জানান, এই উদ্যোগটি প্রথম পর্যায়ে রাজ্যের 15টি বিভিন্ন স্থানে শুরু করা হবে ৷ কৌশলগত প্রশিক্ষণ দেওয়ার জন্য, যোগ্যতার নিরিখে বন্দিদের বেছে নেওয়া হবে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!