
কমল সুদের হার, ৫ বছর পর রেপো রেট কমাল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
পাঁচ বছরে প্রথমবার রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)৷ আর্থিক স্থিতিশীলতা বজায় রেখেই অর্থনৈতিক প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সোমবার আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর কথা ঘোষণা করেন ৷ এর ফলে ৬.৫ শতাংশ থেকে রেপো রেট কমে হল ৬.২৫ শতাংশ ৷ স্বাভাবিকভাবেই এর ফলে কমল সুদের হারও ৷ গত দুই বছর রেপো রেট অপরিবর্তিত রেখেছিল আরবিআই । ২০২০ সালে শেষবার কমানো হয়েছিল সুদের হার । অর্থাৎ পাঁচ বছর পর ফের সুদের হার কমাল রিজার্ভ ব্যাঙ্ক। ফলে নতুন করে গাড়ি-বাড়ির কেনার জন্য ঋণ নিলে কিংবা ব্যক্তিগত ঋণের ক্ষেত্রেও লাভবান হবে গ্রহীতারা। আরবিআই-এর গভর্নর সঞ্জয় মলহোত্রা জানান, মুদ্রানীতি কমিটি (এমপিসি) সর্বসম্মতিক্রমে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.২৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে । শেষবার ২০২০ সালের মে মাসে ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল । রেপো রেটের সর্বশেষ সংশোধন হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে । তখন ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়ে ৬.৫ শতাংশ করা হয়েছিল। কোভিডের পর দেশের অর্থনীতির গতি কমে হওয়ায় ২০২৫-২৬ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মধ্যবিত্তের জন্য সবচেয়ে বড় কর ছাড় দেওয়ার এক সপ্তাহের মধ্যেই সুদের হার কমালো আরবিআই । বাজেটের পর, অর্থমন্ত্রক সুদের হার কমানোর পক্ষে যুক্তি দেখিয়ে জানিয়েছিল, রাজস্ব এবং মুদ্রানীতি একসঙ্গে কাজ করা উচিত । বাজেটে আয়কর ছাড়-সহ বেশ কয়েকটি পদক্ষেপ ঘোষণা করা হয়েছে৷ আর সেকারণেই আরবিআইয়ের হারও কমানো উচিত । চলতি সপ্তাহের শুরুতে, অর্থসচিব তুহিন কান্ত পান্ডে জানান, সরকার রাজস্ব ঘাটতি কমাতে পদক্ষেপ নিয়েছে ৷