Latest Posts
স্বাস্থ্যসাথীতে নাম তুলেছেন ৮ কোটি ৭২ লক্ষ মানুষ, জানালেন রাজ্যের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপিরদিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার সমাজমাধ্যমের ‘বন্ধু’রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের নয়া চেয়ারপার্সন পদে নিয়োগ হলেন তাপসী মণ্ডলহোলি ও রমজান উপলক্ষে ‘উজ্জ্বলা যোজনা’য় দেওয়া হবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডারএলপিজি ট্যাঙ্কারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, মৃত ৭ফের যান্ত্রিক বিভ্রাট! পিছিয়ে গেল সুনীতাদের পৃথিবীতে ফেরার দিনক্ষণদোল উপলক্ষে শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেনচলতি মাসের শেষের দিকে ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্টযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তদন্তের স্বার্থে মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দিতে পড়ুয়াদের নির্দেশ হাইকোর্টেরতারাপীঠ মহাশ্মশানে ভিতর বেআইনি নির্মাণ নিয়ে মামলার অনুমতি দিল কলকাতা হাইকোর্টেরদেশকে টুকরো করার চেষ্টা করবেন না, এটা আমরা মানবো নাঃ মুখ্যমন্ত্রীযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে মিটিং-মিছিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার কলকাতা হাইকোর্টেরঘোলা হত্যাকান্ডে কফিতে বিষ মিশিয়ে অচৈতন্য করে গলার নলি কেটে খুন, ধৃত ২এবার ট্রাম্পকে ইরানের পালটা হুঁশিয়ারিকল্যাণী এক্সপ্রেসওয়েতে ট্রলি ব্যাগে উদ্ধার ব্যবসায়ীর দেহ, গ্রেফতার ২৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে আরও ১০ পণবন্দিকে হত্যা করার হুঁশিয়ারি বালোচ বিদ্রোহীদেরবসন্তোৎসব করছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন৪৬ বছরের পুরনো আইন ঘিরে অগ্নিগর্ভ অরুণাচল প্রদেশতীব্র যানজটের সম্মুখীন কোনা-দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, সমস্যা সমাধানের জন্য বিশেষ বৈঠক নবান্নে

কমল সুদের হার, ৫ বছর পর রেপো রেট কমাল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া

পাঁচ বছরে প্রথমবার রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)৷ আর্থিক স্থিতিশীলতা বজায় রেখেই অর্থনৈতিক প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সোমবার আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর কথা ঘোষণা করেন ৷ এর ফলে ৬.৫ শতাংশ থেকে রেপো রেট কমে হল ৬.২৫ শতাংশ ৷ স্বাভাবিকভাবেই এর ফলে কমল সুদের হারও ৷ গত দুই বছর রেপো রেট অপরিবর্তিত রেখেছিল আরবিআই । ২০২০ সালে শেষবার কমানো হয়েছিল সুদের হার । অর্থাৎ পাঁচ বছর পর ফের সুদের হার কমাল রিজার্ভ ব্যাঙ্ক। ফলে নতুন করে গাড়ি-বাড়ির কেনার জন্য ঋণ নিলে কিংবা ব্যক্তিগত ঋণের ক্ষেত্রেও লাভবান হবে গ্রহীতারা। আরবিআই-এর গভর্নর সঞ্জয় মলহোত্রা জানান, মুদ্রানীতি কমিটি (এমপিসি) সর্বসম্মতিক্রমে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.২৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে । শেষবার ২০২০ সালের মে মাসে ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল । রেপো রেটের সর্বশেষ সংশোধন হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে । তখন ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়ে ৬.৫ শতাংশ করা হয়েছিল। কোভিডের পর দেশের অর্থনীতির গতি কমে হওয়ায় ২০২৫-২৬ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মধ্যবিত্তের জন্য সবচেয়ে বড় কর ছাড় দেওয়ার এক সপ্তাহের মধ্যেই সুদের হার কমালো আরবিআই । বাজেটের পর, অর্থমন্ত্রক সুদের হার কমানোর পক্ষে যুক্তি দেখিয়ে জানিয়েছিল, রাজস্ব এবং মুদ্রানীতি একসঙ্গে কাজ করা উচিত । বাজেটে আয়কর ছাড়-সহ বেশ কয়েকটি পদক্ষেপ ঘোষণা করা হয়েছে৷ আর সেকারণেই আরবিআইয়ের হারও কমানো উচিত । চলতি সপ্তাহের শুরুতে, অর্থসচিব তুহিন কান্ত পান্ডে জানান, সরকার রাজস্ব ঘাটতি কমাতে পদক্ষেপ নিয়েছে ৷

error: Content is protected !!