
কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৪, ঘটনাস্থলে দমকল
কল্যাণীর ঘন জনবসতিপূর্ণ এলাকার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। তার জেরে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে খবর মিলেছে। ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল আগুনে ঝলসে যাওয়া দেহ। সেইসঙ্গে অগ্নিদগ্ধ অবস্থায় একজনের দেহ উদ্ধার করা হয়েছে। তাঁকে ভরতি করা হয়েছে কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। বিষয়টি নিয়ে আপাতত জেলা প্রশাসন, পুলিশ বা দমকল বাহিনীর তরফে কোনও মন্তব্য করা হয়নি। এখন আগুন নেভানোর কাজ চলছে। ঘটনাস্থলে যেরকম পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।