কৃষ্ণনগরের অফিসের পর মহুয়ার করিমপুরের বাড়ি গেল সিবিআই

এবার সিবিআইয়ের নজরে মহুয়া মৈত্রের বাবা দ্বীপেন্দ্রলাল মৈত্র ৷ শনিবার জোড়া তল্লাশির মুখে পড়তে হল তাঁকে। সকালে প্রথমে কৃষ্ণনগর লোকসভার তৃণমূল প্রার্থী মহুয়ার বাবা তথা ব্যবসায়ী দ্বীপেন্দ্রলাল মৈত্রের আলিপুরের আবাসনের ফ্ল্যাটে হানা দেয় সিবিআই ৷ এরপরে যায় মহুয়ার কৃষ্ণনগরের কার্যালয়ে। সাংসদ থাকাকালীন এই কার্যালয় থেকেই কাজ করতেন তিনি। এখন এখান থেকেই প্রচারের কাজ চালান। সিবিআইয়ের ৬ জনের এক প্রতিনিধি দল এদিন দুপুর তিনটে নাগাদ কৃষ্ণনগরে তার দলীয় কার্যালয়ে এসে পৌঁছয়। এরপর রাতের দিকে তাঁর করিমপুরের বাড়িতে যায় সিবিআইয়ের দল। জানা গিয়েছে, দীর্ঘক্ষণ জেরার পর ২ টো ৪৬ মিনিট নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।বেশ কয়েকটি ল্যাপটপ এবং কম্পিউটার থেকে একাধিক নথিপত্রের প্রিন্ট আউট বার করে নেন তাঁরা। পরে ওই প্রিন্টার মেশিনটিও নিজেদের গাড়িতে রাখেন আধিকারিকর। পরে মহুয়ার মায়ের সঙ্গে কথা বলে তাঁর বয়ান নথিভুক্ত করা হয। আরও পরে বাড়ি ছেড়ে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা। এরপরই কৃষ্ণনগরে শুরু হয় তল্লাশি।

error: Content is protected !!