
ক্রমশ অস্ত্র ভাণ্ডারে পরিণত হচ্ছে মুর্শিদাবাদ,তিনটি থানা এলাকা থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০টি কার্তুজ-সহ চারজনকে গ্রেফতার
ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ ক্রমশ অস্ত্র ভাণ্ডারে পরিণত হচ্ছে । বিহারের মুঙ্গের থেকে দেদার আগ্মেয়াস্ত্র ও কার্তুজ ঢুকছে জেলায় । কিছু আগ্নেয়াস্ত্র সীমান্ত পেরিয়ে যাচ্ছে অশান্ত বাংলাদেশে । কিছু অস্ত্র মজুত হচ্ছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় । গত দু’দিনে মুর্শিদাবাদের তিনটি থানা এলাকা থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও 20টি কার্তুজ-সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ । জেলা থেকে অস্ত্র উদ্ধারের একমাসের খতিয়ান দেখে চমকে উঠেছেন জেলা পুলিশ কর্তারা । গত একমাসে বিভিন্ন থানা এলাকা থেকে 30টি আগ্নেয়াস্ত্র ও বিপুল কার্তুজ ও বারুদ-সহ 41 জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে । জেলা পুলিশের এক কর্তা বলেন, “এটা অবশ্যই উদ্বেগের খবর । তবে অস্ত্রপাচার রুখতে পুলিশও অতি তৎপর হয়েছে । মুঙ্গের মেড আগ্নেয়াস্ত্র রুখতে বিহার, ঝাড়খণ্ড ও বাংলায় ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে ।” সেরকমই অভিযানে আজ সাগরদিঘি থেকে আগ্নেয়াস্ত্র-সহ সামসেরগঞ্জ ও সুতির দুই অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ । সাগরদিঘি থানার মোরগ্রাম 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয় । সাগরদিঘি থানার ওসি অভিজিৎ সরকারের তত্ত্বাবধানে আগ্নেয়াস্ত্রগুলো বাজেয়াপ্ত করা হয় । আগ্নেয়াস্ত্রগুলো নিয়ে মোরগ্রামে তাঁরা কী করছিলেন এবং কাকে দেওয়ার উদ্দেশে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিলেন ধৃতরা, তা তদন্ত করে দেখছে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সাগরদিঘি থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তিদের নাম মোক্তার হোসেন এবং জাহাঙ্গির হোসেন । তাঁদের মধ্যে মোক্তার হোসেনের বাড়ি শামশেরগঞ্জে এবং জাহাঙ্গির হোসেন সুতি থানার বাউরিপুনির বাসিন্দা । ধৃতদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র এবং সাত রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে সাগরদিঘি থানার পুলিশ । সোমবার তাঁদের আদালতে পাঠিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে । এদিকে, একদিন আগেই সামশেরগঞ্জ থানার চাঁদপুর এলাকা থেকে ঝাড়খণ্ডের এক অস্ত্র কারবারীকে গ্রেফতার করে পুলিশ । ধৃতের নাম রপগিকুল শেখ । বাড়ি ঝাড়খণ্ডের পাকুড়ে । ধৃতের কাছ থেকে দুটি মুঙ্গেরে তৈরি ইমপ্রোভাইসড পিস্তল ও ছয় রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে । একইদিনে রেজিনগর থানার পুলিশ মারিটিয়া হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে । তল্লাশ চালিয়ে মিলেছে একটি পিস্তল ও দু’রাউন্ড কার্তুজ । ধৃতের নাম মোফুজ শেখ । বাড়ি শক্তিপুরে । পুলিশ সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসে ডোমকল মহকুমা এলাকার পাঁচটি থানা এলাকায় উদ্ধার হয়েছে 17টি আগ্নেয়াস্ত্র । মুর্শিদাবাদে অস্ত্রপাচার জেলা পুলিশের কপালে ভাঁজ ফেলেছে । ছাব্বিশের বিধানসভা নির্বাচনের অনেক আগেই অস্ত্র পাচারকারিরা অতি সস্ক্রিয় হয়ে ওঠায় সাধারণ মানুষেরও উদ্বেগ বাড়ছে । সূত্রের দাবি, ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণে অস্ত্র বাংলাদেশে ঢুকছে বলে অনুমান গোয়েন্দাদের ।