
গুজরাত এবং তেলেঙ্গানা থেকে ৪ প্রতারককে পাকড়াও করল বিষ্ণুপুর থানার পুলিস
কিছুদিন আগে বিষ্ণুপুরের কেন্দ্রীয় সরকারের এক অবসরপ্রাপ্ত কর্মচারীকে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করা হচ্ছে দাবি করে ১০ লক্ষ ২১ হাজার টাকা হাতিয়ে নিয়েছিল প্রতারকরা। টাকা খোয়া যাওয়ার পর বিষয়টি বুঝতে পারেন ওই বৃদ্ধ। দ্বারস্থ হন থানার। সেই ঘটনায় সাফল্য পেল পুলিস। গুজরাত এবং তেলেঙ্গানা থেকে চার প্রতারককে গ্রেপ্তার করল বিষ্ণুপুর থানা।