চৌবাগার খাল দিয়ে উধার মুকুন্দুপুরের এক বাসিন্দা

প্রগতি ময়দান থানার অন্তর্গত চৌবাগা খাল থেকে যুবকের দেহ উদ্ধার হয়েছে শুক্রবার সকালে। পুলিশ অভিযোগ করেছে যুবকের অপহরণ এবং খুনের।
মৃত যুবকের নাম বিশ্বজিৎ মণ্ডল। খবর অনুসারে, গত ৯ জানুয়ারি রাতে পিসির বাড়িতে শীতলা পুজোর মেলা দেখতে গিয়েছিলেন বিশ্বজিৎ। সেখানে কয়েক জন যুবকের সঙ্গে বচসায় জড়ান তিনি।
বিশ্বজিৎকে অপহরণ করা হয় বলে পরিবারের অভিযোগ। প্রগতি ময়দান থানায় পরিবারের তরফে লিখিত অভিযোগ ও দাখিল হয়েছে।
বিশ্বজিতের আত্মীয়দের দাবি, গত মঙ্গলবার ধাপার কাছে থানাবেড়িয়া এলাকায় পিসির কাছে গেছিলেন বিশ্বজিৎ। রাত সাড়ে ৯টা নাগাদ তিনি পিসির বাড়ি থেকে বেরিয়ে মেলায় গিয়েছিলেন। রাতের দিকে রাস্তায় এক যুবতীর সঙ্গে বচসায় জড়ান তিনি।
বচসার পরই ওই যুবতীর সঙ্গীরা গভীর রাতে অপহরণ করে বিশ্বজিৎকে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। এরপর শনিবার সকালে চৌবাগা খালে তাঁর দেহ উদ্ধার হয়।স্থানীয়রা শনিবার সকালে চৌবাগা খালে একটি দেহ ভেসে আসতে দেখেন। পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে যায় প্রগতি থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে নীলরত্ন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

error: Content is protected !!