
ছাত্রীর আত্মহত্যার ঘটনায় আজও উত্তপ্ত মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি
এমটেকের ছাত্রীর আত্মহত্যার ঘটনার পর আজ, মঙ্গলবারও পরিস্থিতি উত্তপ্ত মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট) বিশ্ববিদ্যালয়ে। শিক্ষক-অশিক্ষক কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরেই রয়েছেন। গেট বন্ধ করে রাখা হয়েছে। ছাত্র-ছাত্রীদের দাবি যে ঘটনা ঘটেছে তার দায় কর্তৃপক্ষকে নিতে হবে এবং রেজিস্টারকে পদত্যাগ করতে হবে। সূত্রের খবর, আজ, মঙ্গলবারই দুপুরে সব পক্ষকে নিয়ে আলোচনায় বসবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।