জাতীয় গেমসে তিরন্দাজিতে সোনা জয় বাংলার জুয়েলের, অভিন্দন জানালেন মুখ্যমন্ত্রী

৩৮ তম জাতীয় গেমসের তিরন্দাজিতে সোনা জিতে নজির গড়লেন বাংলার ছেলে জুয়েল সরকার। তিরন্দাজিতে রিকার্ভ ৭০ মিটার ইভেন্টে সোনা জেতেন জুয়েল। তাঁকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েক বছর ধরে অসাধারণ পারফরম্যান্স করে আসছেন জুয়েল। ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির ছাত্র বৃহস্পতিবার এই পদক জেতেন। এই অ্যাকাডেমিটি রাজ্য সরকার পরিচালিত। জুয়েল সরকার আসলে মালদহের বাসিন্দা। ২০১৮ সাল থেকে ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করেন।সেই সময় তাঁর বয়স ছিল ১২।  এখন বয়স ১৯। বয়সে ছোট হলেও কীর্তি কিন্তু বড়সড় করে ফেলেছেন তিনি। বৃহস্পতিবার জাতীয় গেমসের ফাইনালে ইন্দ্রচন্দ্র স্বামীর মুখোমুখি হয়েছিলেন জুয়েল। সেখানে ৬-২ ব্যবধানে জয় পান তিনি। এটি জাতীয় স্তরে তাঁর প্রথম পদক। শুধু ফাইনাল নয়, প্রতিযোগিতায় প্রথম থেকে শেষ পর্যন্ত দাপট দেখান জুয়েল। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে যথাক্রমে জয়ন্ত তালুকদার এবং তরুণদীপ রাইয়ের মতো অলিম্পিয়ানদের পরাজিত করেন তিনি। নিজের সাফল্য প্রসঙ্গে জুয়েল বলেন, ‘গত বছরটা ভালো যায়নি। তাই এই বছরটা ভালোভাবে শুরু করতে চেয়েছিলাম। জাতীয় গেমসে সোনা জয়ের মাধ্যমে প্রথম লক্ষ্য পূরণ হল। আগামী দিনে আরও পদক জিততে চাই।’ 

error: Content is protected !!