দিল্লি খুইয়ে পঞ্জাব বাঁচাতে মরিয়া কেজরিওয়াল! ভাঙনের আভাস পেয়েই বিধায়কদের জরুরি তলব

লজ্জার হারের পর দিল্লির মসনদ খালি করতে হয়েছে আম আদমি পার্টিকে। দলের রাজনীতির ভিত দিল্লি থেকে শিকড় উপড়ে যাওয়ায় প্রভাব সরাসরি পড়েছে পঞ্জাবে। কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, পঞ্জাবের আপ বিধায়কেরা দলবদলের প্রস্তুতি শুরু করেছেন। আম আদমি পার্টি এই বিষয়ে কোনও মন্তব্য না করলেও পঞ্জাব সামলাতে কোমর বেঁধে নামলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। পঞ্জাবের আপ বিধায়কদের জরুরি ভিত্তিতে দিল্লি তলব করলেন তিনি।

error: Content is protected !!