নড়বড়ে এনডিএ সরকারের বিদেশমন্ত্রকের স্থায়ী কমিটিতে অভিষেক, সাগরিকা
নড়বড়ে এনডিএ সরকারের সংসদীয় কমিটিতে বিরোধীদের দাপট অব্যাহত। এবার বিদেশ মন্ত্রকের স্থায়ী কমিটিতে তৃণমূল কংগ্রেস সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবারই সংসদীয় স্থায়ী কমিটিতে বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ এবং রাজ্যসভার সাংসদ দোলা সেন জায়গা পেয়েছেন। এবার বিদেশ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলা থেকে রেকর্ড ভোটে জয়ী ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের নাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। চলতি বছরে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর দেখা যায় একক সংখ্যাগরিষ্ঠতায় দেশ চালানোর ক্ষমতা নেই বিজেপির। তাই শরিক দল নিয়ে তৈরি হয়েছে এনডিএ নেতৃত্বাধীন জোট সরকার। অন্যদিকে বিরোধী ইন্ডিয়া শিবির যেভাবে অধিবেশনের প্রথম দিন থেকে কোণঠাসা করেছে কেন্দ্রীয় সরকারকে তাতে বেশ কিছুটা ব্যাকফুটে বিজেপি। এর আগে সংখ্যার জোরে যেকোনও সিদ্ধান্ত বিরোধীদের ওপর চাপিয়ে দেওয়া যেত, কিন্তু এবারে ছবিটা সম্পূর্ণ রকম। কেন্দ্রের শাসক দলের উপর চাপ বাড়াচ্ছে অবিজেপি দলগুলি। আর সংসদে তৃতীয় সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তৃণমূল কংগ্রেসের গুরুত্ব বেড়েছে দেশীয় রাজনীতিতে। যার ফল হিসেবে এবার বিদেশ মন্ত্রকের মত গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিতে ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রাখতে বাধ্য হল এনডিএ সরকার। ইতিমধ্যেই রাজনৈতিক মহল বলছে দেশের প্রেক্ষাপটে এটা তৃণমূলের বড় জয়। তৃতীয়বার মোদি সরকার শপথ নেওয়ার ১০০ দিন কেটে যাওয়ার পরও সংসদীয় পরম্পরা লংঘন করে স্থায়ী কমিটি গঠন না হওয়া নিয়ে তোপ দেগেছিলেন বিরোধীরা। পুরো বিষয়টি নিয়ে কেন্দ্র অহেতুক টালবাহানা করছে এই অভিযোগ তুলে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন চিঠি লেখেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তৃণমূল সংসদের সংখ্যা এখন ৪১। তাই গুরুত্বপূর্ণ মন্ত্রকের সংসদীয় কমিটি যে তৃণমূল ছাড়া তৈরি করা যাবে না তা বুঝতে পেরেই এবার বিদেশ মন্ত্রকের কমিটির তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রাখল কেন্দ্র সরকার। প্রকাশিত তালিকা অনুযায়ী লোকসভার এই কমিটির সদস্যদের মধ্যে চতুর্থ স্থানেই নাম রয়েছে অভিষেকের (Abhishek Banerjee)। রাজ্যসভার তালিকায় তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের নাম রাখা হয়েছে।