নয়াদিল্লি স্টেশনে ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত ১৫, আহত ১০

কুম্ভের পুণ্যার্থীদের ভিড়ে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় ১৫ জনের মৃত্যু হল। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, লোক নারায়ণ জয়প্রকাশ হাসপাতালের চিফ ক্যাজুয়ালটি মেডিক্যাল অফিসার জানিয়েছেন, নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে যে দুর্ঘটনা ঘটেছে, তার জেরে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন শিশুও আছে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। যে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে মোতায়েন করা হয়েছে দমকল বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে (এনডিআরএফ)। সংবাদসংস্থা এএনআইয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘১৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১২ নম্বর প্ল্যাটফর্মে (সেখানে ট্রেন আসবে বলেছিল) লোকজন আসছিলেন। আবার ১২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ঘোষণা করা হয় যে ১৬ নম্বরে ট্রেন আসবে। তার ফলে হুড়োহুড়ি পড়ে যায়। এদিক থেকে লোক যাচ্ছিলেন। ওদিক থেকে লোক আসছিলেন। আর মাঝামাঝি দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কা হয়ে যায়। তার ফলে লোকজন পড়ে যান। তাঁরা বেঁচে আছেন নাকি মারা গিয়েছেন, কিচ্ছু জানি না। 

error: Content is protected !!