পঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরে যেতে মমতাকে আমন্ত্রণ পরিচালন কমিটির
নবান্নে এলেন পঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরের পরিচালন কমিটির প্রতিনিধিরা। দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে। স্বর্ণ মন্দিরে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আমন্ত্রণ জানান তাঁরা। জবাবে মুখ্যমন্ত্রীও জানান যে তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। স্বর্ণ মন্দির নিশ্চয়ই যাবেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমন্ত্রণ গ্রহণ করলাম। নিশ্চয়ই যাব। এটা আমার গর্ব। উনি নিজে এসেছেন আমন্ত্রণ জানাতে। আমন্ত্রণ পেয়ে অত্যন্ত গর্বিত আমি। পাঞ্জাবি সম্প্রদায়ের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক আমাদের। পাঞ্জাবি মানুষদের জন্য আমাদের শুভকামনা। পাঞ্জাবের সঙ্গে বাংলারও অত্যন্ত সুসম্পর্ক। আন্দামান-নিকোবরে গেলে চাক্ষুষ করতে পাবেন, স্বাধীনতা সংগ্রামে পাঞ্জাব ও বাংলার যে ভূমিকা ছিল… এই সব মিলিয়েই আমাদের এককাট্টা হতে হবে। একসঙ্গে মিশে দেশে থাকতে হবে। এটাই আমাদের একমাত্র প্রার্থনা।’