পূর্ণকুম্ভ মেলার জন্য ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোল রুম খুলল রাজ্য সরকার

চলতি বছর পূর্ণকুম্ভ থাকায় কুম্ভমেলার ভিড় ব্যাপক বেড়েছে। এরাজ্য থেকেও বহু মানুষ পুণ্যস্নানে সামিল হতে গিয়েছেন প্রয়াগরাজে। কিন্তু পুণ্য লাভের আশায় ডুব দিতে গিয়ে নিখোঁজ বহু পুণ্যার্থী। রাজ্যে বহু পরিবার এখনও উদ্বিগ্ন হয়ে দিন কাটাচ্ছেন। এবার তাঁদের সুবিধার জন্য ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোলরুম খুলল রাজ্য সরকার। এক্ষেত্রে ০৩৩২২১৪-৩৫২৬ হেল্পলাইন নম্বরও জারি করা হয়েছে।  

error: Content is protected !!