প্রয়াত বলিউডের বিখ্যাত গায়ক কে কে

প্রয়াত সঙ্গীত শিল্পী কে কে। বলিউডের বিখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুনাথ, ‘কে কে’ নামেই যিনি ভক্তকূলের কাছে পরিচিত ছিলেন। তার বয়স হয়েছিল ৫৪ বছর। কলকাতার নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয়ের অনুষ্ঠানে গান গাইছিলেন কে কে। হঠাৎ অসুস্থবোধ করলে তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানান, ততক্ষণে পৃথিবীর মায়া কাটিয়েছেন তিনি। রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীকে। চিকিৎসকরা ধারণা করছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। তার মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। সংগীতশিল্পী ও সংগীত পরিচালক অমিত কুমারের স্ত্রী রিমা গঙ্গোপাধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর প্রথম দেন। সঙ্গে সঙ্গে শোকের ছায়া নেমে আসে সংগীত মহলে। মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম। মাঝপথে ফোন পেয়েছি। এখানে মৃত অবস্থায় আনা হয়েছিল বলে শুনলাম। বাড়ির লোক, মুম্বই থেকে যাঁরা এসছিলেন, তাঁদের সঙ্গে কথা বলে দেখছি।’

error: Content is protected !!