বছর শুরুর দিনেই পারদ পতন

বড়দিনও কেটেছিল উষ্ণ। তবে নতুন বছর নিরাশ করল না। বুধবার অর্থাৎ নতুন বছরের প্রথমদিনে একধাক্কায় তিন ডিগ্রি কমল কলকাতার তাপপাত্রা। পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে। কুয়াশার কারণে বাগডোগরা বিমানবন্দরে ব্যহত পরিষেবা যদিও সপ্তাহান্তে ফের বাড়বে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার এক ধাক্কায় তিন ডিগ্রি নেমেছে কলকাতার তাপমাত্রা। ১৭ থেকে এক ধাক্কায় পৌঁছেছে ১৪ ডিগ্রির ঘরে। সকালে পথঘাট মুড়েছিল কুয়াশা। দিন ও রাতের তাপমাত্রা নেমে নেওয়ায় দিনভর বজায় থাকবে শীতের আমেজ। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। শুক্রবার পর্যন্ত স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। এই আমেজও বজায় থাকবে না বেশিদিন। পশ্চিমি ঝঞ্ঝার কারণে বছরের প্রথম উইকেন্ডে ফের বাড়বে উষ্ণতা। অর্থাৎ শীতের আমেজ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। জানা গিয়েছে, বছরের শুরুতে উত্তরবঙ্গেও ঘন কুয়াশা। বিক্ষিপ্তভাবে দৃশ্যমানতা কমেছে ২০০ মিটারের নিচে।যার জেরে বছরের প্রথমদিনেই ঘটেছে বিপত্তি। কুয়াশার কারণে বাগডোগরা থেকে ব্যহত বিমান পরিষেবা। দীর্ঘক্ষণ ঘরে বিমান বন্দরে অপেক্ষায় যাত্রীরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!