বাজেটের এক সপ্তাহের মধ্যেই পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি হল
রাজ্য বাজেটে ঘোষণা করার সাতদিনের মধ্যেই পার্শ্বশিক্ষক সহ বেশ কয়েক শ্রেণির শিক্ষকের বছরে ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধির নির্দেশিকা জারি করা হল। গত ৫ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যে বাজেট পেশ করেন তাতে এই হারে বেতন বৃদ্ধির কথা জানানো হয়। শিক্ষাদপ্তর শুক্রবার যে বিজ্ঞপ্তি জারি করে তাতে জানানো হয়েছে, পার্শ্বশিক্ষক (প্রাথমিক ও উচ্চ প্রাথমিক), শিক্ষাবন্ধু, স্পেশ্যাল এডুকেটার ছাড়াও এসএসকে এবং এমএসকে-গুলির সহায়ক/সহায়িকা, সম্প্রসারক/সম্প্রসারিকরা এই সুবিধা পাবেন। এই নির্দেশিকা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। পার্শ্বশিক্ষক প্রভৃতিরা ৬০ বছর বয়সে অবসরের সময় এককালীন ৩ লক্ষ টাক করে অনুদান পাবেন বলে বাজেটে ঘোষণা করা হয়েছিল। ওই সংক্রান্ত নির্দেশিকা খুব তাড়াতাড়ি জারি হতে চলেছে। প্রসঙ্গত, বিভিন্ন আর্থিক দাবিতে বেশ কিছুদিন ধরে পার্শ্বশিক্ষকদের সংগঠন সল্টলেকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। বাজেটের ঘোষণার পরেও ওই অবস্থান ওঠেনি।