Latest Posts
রেললাইনে ট্রাক, ভোররাতে মহারাষ্ট্রের জলগাঁওয়ে লরিকে ধাক্কা মেরে ৫০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে গেল অমরাবতী এক্সপ্রেসনেই নিষেধাজ্ঞা! রঙের উৎসবে মেতেছে শান্তিনিকেতনবসন্ত উৎসবের জন্য টানা ৩ দিন বন্ধ থাকবে লাটাগুড়ি ও গোরুমারা এবং নেওড়া ভ্যালির জঙ্গলপরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করায় বাবা এবং ভাইয়ের হাতে খুন তরুণীহাওড়া ডিভিশনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের বাতিল একগুচ্ছ ট্রেন!নাগরাকাটায় আউটপোস্ট তৈরির জন্য এসএসবি-কে জমি দিল রাজ্য সরকারপোলেরহাটে ২টি ইটভাটায় হানা দিয়ে উদ্ধার ২১ শিশুশ্রমিকভোর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল-লাদাখশিলিগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডএবার কান চলচ্চিত্র উত্‍সবে আলিয়াস্বাস্থ্যসাথীতে নাম তুলেছেন ৮ কোটি ৭২ লক্ষ মানুষ, জানালেন রাজ্যের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপিরদিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার সমাজমাধ্যমের ‘বন্ধু’রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের নয়া চেয়ারপার্সন পদে নিয়োগ হলেন তাপসী মণ্ডলহোলি ও রমজান উপলক্ষে ‘উজ্জ্বলা যোজনা’য় দেওয়া হবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডারএলপিজি ট্যাঙ্কারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, মৃত ৭ফের যান্ত্রিক বিভ্রাট! পিছিয়ে গেল সুনীতাদের পৃথিবীতে ফেরার দিনক্ষণদোল উপলক্ষে শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেনচলতি মাসের শেষের দিকে ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্টযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তদন্তের স্বার্থে মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দিতে পড়ুয়াদের নির্দেশ হাইকোর্টের

বিনোদন পার্কে জয় রাইডে চুল আটকে মাথার চামড়া উঠে এল কিশোরীর

বিনোদন পার্কে জয়রাইড চড়ার সময় ভয়ঙ্কর ঘটনা । জয় রাইডে চুল আটকে মাথার চামড়া উঠে এল কিশোরীর । ঘটনাটি ঘটেছে রবিবার, শিলিগুড়ির মাটিগাড়ার একটি বিনোদন পার্কে ৷ বর্তমানে গুরুতর জখম অবস্থায় মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ১৭ বছরের কিশোরী । বুধবার ওই বিনোদন পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আহতের পরিবার । ঘটনায় সেভিং কিংডম নামে পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠেছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের আরারিয়া জেলার একটি বেসরকারি স্কুল থেকে ৫০ জনের মতো পড়ুয়াকে শিলিগুড়িতে নিয়ে আসা হয় রবিবার । স্কুলের ওই প্রোগ্রামে শিক্ষিকা নীতু সরণ তাঁর ১৭ বছরের মেয়েকেও নিয়ে আসেন । মাটিগাড়ার দাগাপুরের সেভিং কিংডম নামে বিনোদন পার্কে স্কুলের বাচ্চারা অ্যাডভেঞ্চার উপভোগ করছিল । শিক্ষিকার মেয়ে তখন গো কার্ট (Go Kart) চালাচ্ছিল । সেইসময়ই আচমকা বিপত্তি ঘটে । কিশোরীর চুল আটকে মাথার চামড়া উঠে আসে । পরে চুল কেটে ওই কিশোরীকে উদ্ধার করা হয় । অভিযোগ, জখম কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ন্যুনতম ব্যবস্থাও করেনি পার্ক কর্তৃপক্ষ । এরপর মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কিশোরীকে । ঘটনার পরই পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছেন জখম কিশোরীর মা ও পরিবারের সদস্যরা । তাঁদের অভিযোগ, গো কার্ট করানোর সময় পার্ক কর্তৃপক্ষের গাফিলতি ছিল । পার্কের পাশে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত নেই । অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করতে পারেনি পার্ক কর্তৃপক্ষ । পার্কের সুরক্ষা ব্যবস্থা কিছুই নেই বলে অভিযোগ তোলেন তাঁরা । আহতের দাদা অভিজিৎ সরণ বলেন, “বাচ্চাদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ ছিল । আমার বোনও তাতে অংশ নেয় । এই বিনোদন পার্কে গো কার্টিং করার সময় মাথার চুল পেঁচিয়ে গিয়েছিল তাতে । সেই সময়ই মাথার মাঝখান থেকে পুরো চামড়া সমেত চুল উঠে আসে । কোনও প্রকারে তার চুল কেটে তাকে সেখান থেকে উদ্ধার করা হয় । ন্যূনতম কোনও ব্যবস্থাপনা তাদের নেই ৷ তাকে সেখান থেকে টোটো করে একটি ছোট হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ডাক্তারদের সঙ্গে কথা বলে নানারকম উপায়ে তার অস্ত্রোপচার হয় । তাকে এইচডিইউতে রাখা হয়েছে ।” তাঁর দাবি, পার্কের কর্তারা বারবার এসে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করছেন । তাঁরা স্বীকার করেছেন তাঁদের সেই ঘটনার কোনও সিসিটিভি ফুটেজ নেই । কারণ যেখানে গো কার্টিং হয় সেখানে কোনও সিসিটিভি নেই ৷ পাশাপাশি গো কার্টিং করার জন্য যে ন্যূনতম সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা উচিত সেসব কিছুই নেই । হেলমেট পর্যন্ত দেওয়া হয়নি তাঁদের । এটা চরম গাফিলতি ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!