ভেন্টিলেশনে ‘বাঘাযতীন’ খ্যাত পরিচালক অরুণ রায়

 ভেন্টিলেশনে দেবের বাঘাযতীন পরিচালক অরুণ রায়। তাঁর শারীরিক পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে, জানিয়েছেন চিকিৎসকরা। ভেন্টিলেশন সাপোর্টেরা রাখা হয়েছে পরিচালককে। ফুসফুসে সংক্রমণের কারণে দিন সাতেক আগে আরজি কর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল পরিচালককে। রাখা হয়েছিল আইসিইউ-তে। ক্যানসারের সঙ্গে লড়ছেন তিনি। সেপ্টেম্বরে দ্বিতীয় কেমো নেওয়ার পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু মারণরোগ ক্যানসার তাঁর রোগ প্রতিরোধক ক্ষমতা একেবারেই কেড়ে নিয়েছে। এর জেরেই গত কয়েকদিনে দ্রুত বিগড়েছে শারীরিক পরিস্থিতি।  গত এক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন তিনি। বাঘাযতীন মুক্তি পেয়েছিল ২০২৩-এর দুর্গাপুজোয়। তাঁর ঠিক আগেই ক্যানসার আক্রান্ত হওয়ার খবর জানতে পারেন তিনি। তবে ক্যানসার নিয়ে মাথা ঘামাতে চাননি, জানিয়েছিলেন বাঘাযতীনই এখন তাঁর ধ্যানজ্ঞান। ক্যানসারের ব্যাপারটা চিকিৎসকরা দেখে নেবেন। শুরু থেকেই ক্যানসারকে পরাজিত করার ব্যাপারে আত্মবিশ্বসী তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!