মহানবীকে অবমাননার অভিযোগে ইরানের জনপ্রিয় পপ তারকা তাতালুর মৃত্যুদণ্ডের নির্দেশ

ইসলাম ধর্মের মহানবী হজরত মহাম্মদ-কে অবমাননার দায়ে জনপ্রিয় পপ গায়ক আমির হোসেন মাগসুদলু ওরফে তাতালুকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। ইরানি পত্রিকা এতেমাদের প্রতিবেদনে বলা হয়েছে যে, সুপ্রিম কোর্ট রাষ্ট্রপক্ষের আইনজীবীর আপত্তি মেনে নিয়েছে এবং ধর্ম অবমাননা মামলায় আমির হোসেইন মাগসুদলুকে আগে দেওয়া পাঁচ বছরের কারাদণ্ড বাতিল করেছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি পুনরায় চালু করা হয় এবং এবার দোষীকে মহানবী-এর অবমাননার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে। তেহরানের প্রথম ফৌজদারি আদালত তাতালুকে মৃত্যুদণ্ড দেয়। তবে এই রায় এখনও চূড়ান্ত নয়। নিম্ন আদালতের নির্দেশ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা যেতে পারে বলে ইরানি পত্রিকা এতেমাদের প্রতিবেদনে বলা হয়েছে। তবে ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে, তাতালুকে মৃত্যুদণ্ড দেওয়ার খবর দেশটির বিচার বিভাগ অস্বীকার করেছে। বিচার বিভাগের জনসংযোগ কার্যালয় জানিয়েছে, এখনও কোনো চূড়ান্ত রায় ঘোষমা করা হয়নি। ৩৭ বছর বয়সী তাতালু ইরানে নিষিদ্ধ একজন পপ গায়ক। এর আগে ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ তুরস্কের ইস্তাম্বুলে ছিলেন তিনি। পরে তাঁকে ইরানে প্রত্যর্পণ করা হয় এবং তখন থেকেই তিনি আটক। র‍্যাপ, পপ ও আরঅ্যান্ডবি মিশ্র সংগীতের জন্য পরিচিত তাতালু এর আগে পতিতাবৃত্তি প্রচারের অভিযোগে ১০ বছরের সাজা পেয়েছিলেন এবং তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রচার ও অশ্লীল বিষয়বস্তু প্রকাশের অভিযোগ আনা হয়েছিল। তবে বিতর্কিত ভাবমূর্তি থাকা সত্ত্বেও তাতালু একসময় রক্ষণশীল ইরানি রাজনীতিকদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। এমনকি ২০১৭ সালে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে একটি টেলিভিশন সাক্ষাৎকারেও অংশ নেন এই জনপ্রিয় পপ শিল্পী। এছাড়া, তিনি ২০১৫ সালেইরানের পারমাণবিক কর্মসূচি সমর্থন করে একটি গান গেয়েছিলেন।

error: Content is protected !!