মালদার ভুতনিতে যাত্রী সমেত ভেসে গেল নৌকা, নিখোঁজ বহু
গঙ্গার প্রবল স্রোতের মধ্যে পড়ে মালদার ভুতনিতে যাত্রী সমেত ভেসে গেল একটি নৌকা৷ স্থানীয় সূত্রে খবর, মহিলা এবং শিশু সমেত অন্তত ১০ থেকে ১৫ জন যাত্রী নৌকায় ছিলেন৷ তাঁদের মধ্যে কয়েকজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও ভেসে যান বাকিরা৷ এ দিন দুপুরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে৷ নিখোঁজের সংখ্যা নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলতে পারেননি স্থানীয় বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী সাবিত্রী মণ্ডলও৷ তিনি বলেন, কেউ বলছেন পাঁচ জন ছিল, দু জন নিখোঁজ৷ আবার শুনছি নৌকায় দশ জন মতো যাত্রী ছিলেন৷ সঠিক সংখ্যা এখনই বলতে পারছি না৷ আজকে হাট বার থাকায় নদী পারাপারের জন্য ভিড় বেশি ছিল৷ ঘটনাস্থলে সিভিল ডিফেন্সের কর্মীরা পৌঁছেছেন, প্রশাসন উদ্ধারকাজে সবরকম সহযোগিতা করবে৷