
মোদি-ট্রাম্পের চুক্তি সই, ভারতে তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে আমেরিকা
ভারতীয় সময় শুক্রবার ভোরবেলা বৈঠকে বসেছিলেন দুই রাষ্ট্রপ্রধান। সেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী হবে আমেরিকা। বৈঠক শেষে ট্রাম্প বলেন, “প্রধানমন্ত্রী মোদি এবং আমি গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছি। শক্তিক্ষেত্রে একটি চুক্তি সই করেছি আমরা। তার ফলে আশা করি ভারতের বৃহত্তম তেল এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী হয়ে উঠবে আমেরিকা। এছাড়াও পারমাণবিক শক্তি নিয়ে নতুন নিয়ম তৈরি করছে ভারত, যা আমেরিকার পারমাণবিক প্রযুক্তিকেও সাহায্য করবে।” ওয়াকিবহাল মহলের মতে, এই চুক্তির ফলে ভারতে তেল এবং গ্যাসের দাম কমতে পারে। উন্নতি হতে পারে ধুঁকতে থাকা শেয়ার বাজারেও।