Latest Posts
স্বাস্থ্যসাথীতে নাম তুলেছেন ৮ কোটি ৭২ লক্ষ মানুষ, জানালেন রাজ্যের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপিরদিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার সমাজমাধ্যমের ‘বন্ধু’রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের নয়া চেয়ারপার্সন পদে নিয়োগ হলেন তাপসী মণ্ডলহোলি ও রমজান উপলক্ষে ‘উজ্জ্বলা যোজনা’য় দেওয়া হবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডারএলপিজি ট্যাঙ্কারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, মৃত ৭ফের যান্ত্রিক বিভ্রাট! পিছিয়ে গেল সুনীতাদের পৃথিবীতে ফেরার দিনক্ষণদোল উপলক্ষে শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেনচলতি মাসের শেষের দিকে ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্টযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তদন্তের স্বার্থে মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দিতে পড়ুয়াদের নির্দেশ হাইকোর্টেরতারাপীঠ মহাশ্মশানে ভিতর বেআইনি নির্মাণ নিয়ে মামলার অনুমতি দিল কলকাতা হাইকোর্টেরদেশকে টুকরো করার চেষ্টা করবেন না, এটা আমরা মানবো নাঃ মুখ্যমন্ত্রীযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে মিটিং-মিছিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার কলকাতা হাইকোর্টেরঘোলা হত্যাকান্ডে কফিতে বিষ মিশিয়ে অচৈতন্য করে গলার নলি কেটে খুন, ধৃত ২এবার ট্রাম্পকে ইরানের পালটা হুঁশিয়ারিকল্যাণী এক্সপ্রেসওয়েতে ট্রলি ব্যাগে উদ্ধার ব্যবসায়ীর দেহ, গ্রেফতার ২৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে আরও ১০ পণবন্দিকে হত্যা করার হুঁশিয়ারি বালোচ বিদ্রোহীদেরবসন্তোৎসব করছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন৪৬ বছরের পুরনো আইন ঘিরে অগ্নিগর্ভ অরুণাচল প্রদেশতীব্র যানজটের সম্মুখীন কোনা-দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, সমস্যা সমাধানের জন্য বিশেষ বৈঠক নবান্নে

‘রঘু ডাকাত’-এর জন্য ঘোড়সওয়ার শিখছেন দেব

সরস্বতী পুজোর দিন সুসম্পন্ন হয়েছে দেবের ‘রঘু ডাকাত’-এর শুভ মহরৎ। কিছুদিন আগেই কাস্টিংও ঘোষণা করেছেন। এরপরই ‘রঘু ডাকাত’-এর জন্য জোর কদমে প্রস্তুতি নিতে শুরু করেছেন দেব। একেবারে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন অভিনেতা। এবার ঘোড়ায় চড়া শিখছেন টলিউড সুপারস্টার। সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করলেন প্রশিক্ষণের ছবি। সেখানে দেখা যাচ্ছে দেবের পরনে নীল রঙা টি-শার্ট ও ট্র্যাক প্যান্ট, পায়ে সাদা কনভার্স জুতো, মাথায় সেফটি হেলমেট। ঘোড়ায় চড়ছেন সুপারস্টার। এই ছবি সামনে আসতেই দারুণ উৎসাহীও নেটিজেনরা। আসলে ‘রঘু ডাকাত’-র প্রস্তুতির কিছু লেন্সবন্দি মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সাংসদ- অভিনেতা তথা প্রযোজক। ক্যাপশনে লিখেছেন, ‘রঘু ডাকাত, আমার পরের কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি…।’  বছর চারেক আগে শোনা যায় এবার রঘু ডাকাত রূপে সামনে আসবেন দেব। এতদিন ধরে অনুগামীরা অপেক্ষায় রয়েছেন কবে এই রূপে তাঁকে পর্দায় দেখা যাবে। বারবার বিভিন্ন কারণে পিছিয়ে গিয়েছে ছবির শ্যুটিং। এবার নানা জট কেটে, শুরু হবে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই ছবির শ্যুট। ‘গোলন্দাজ’ -এর চূড়ান্ত বক্স অফিস সাফল্যের ফর ফের জুটিতে কাজ করবেন ধ্রুব -দেব। বলাই বাহুল্য দর্শকদের প্রত্যাশাও থাকবে তুঙ্গে। এসভিএফ ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের যৌথ যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি। দেবের ছবিতে ফের জায়গা পাকা করেছেন ইধিকা পাল। শুধু তাই নয়, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সোহিনী সরকার। এই প্রথম দেবের ছবিতে কাজ করবেন নায়িকা। ‘রঘু ডাকাত’-এ দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকেও। কানাঘুষো শোনা যাচ্ছে, দেবের ছবিতে এবার নাকি খলচরিত্রে অভিনয় করবেন অনির্বাণ। অষ্টাদশ শতাব্দীর সময়কালে বাংলার সাধারণ মানুষের নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে ‘মসিহা’ হয়ে পাশে দাঁড়িয়েছিলেন রঘু ডাকাত। ‘লার্জার দ্যান লাইফ’ এই কাল্পনিক গল্পের নায়ক রঘু আজও বাঙালিদের মনে বেঁচে আছেন। এত গুরুত্বপূর্ণ একটা চরিত্র, তাই সেরা অভিনয় দক্ষতাটুকু দিয়েই নিজেকে উজার করে দেবেন দেব। এমনটাই আশা পর্দার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী- দেবের। মা কালীর সঙ্গে রঘু ডাকাতের নাম বার বার উঠে আসে। কারণ তিনি ছিলেন কালীর একনিষ্ঠ উপাসক। এমনকী ডাকাতি করতে বেড়ানোর আগেও কালিকার পুজোই করতেন তিনি। এই রঘু ডাকাতকে ঘিরে রয়েছে নানা জল্পনা, গল্পকথা। বলা ভাল তাঁকে নিয়ে বাঙালিদের কৌতূহলের শেষ নেই। এখন যেন তিনি ‘রহস্য’ হয়েই রয়েছেন বাঙালি মননে। শোনা যায়, হুগলি জেলার মগরায় বাসুদেবপুর গ্রামে এক সময় প্রতিষ্ঠিত ছিল এক ডাকাত কালী মন্দির। যা মূলত রঘু ডকাতের মন্দির নামেই পরিচিত। প্রচলিত কথা অনুযায়ী, ইংরেজরাও ভয় পেতেন এই রঘুকে। অত্যাচারী জমিদারদের থেকে লুথ করে আনা ধন -সম্পদ তিনি মিলিয়ে দিতেন গরীবদের মধ্যে। তবে শুধু হুগলী না, বর্ধমান, মুর্শিদাবাদ সহ আরও একাধিক জায়গায় রঘু ডাকাতের প্রতিষ্ঠিত কালী মন্দিরের কথা শোনা যায়। হাতেনাতে প্রমাণ না মিললেও, অনন্ত লোক মুখে শুনে যুগ যুগ ধরে এটাই বিশ্বাস করা হয় যে বাস্তবে তিনি ছিলেন।  

error: Content is protected !!