রাজ্যপালের ভাষণের পরেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন

অবশেষে মিলেছে রাজ্যপালের সম্মতি । নিয়ম মাফিক রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণ দিয়েই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। অধিবেশনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে হবে বিশেষ আলোচনা সভা। ১২ তারিখ পেশ হবে রাজ্য বাজেট। শুক্রবার এই বিষয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, সর্বদলীয় বৈঠকে বিরোধী দলের নওশাদ সিদ্দিকি ছাড়া কোনও প্রতিনিধি হাজির ছিলেন না। গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য আলোচনা করেছি। সোমবার বেলা ২টোর সময় রাজ্যপালের ভাষণ দিয়ে অধিবেশন শুরু হবে। চিঠি দেওয়া হয়েছিল। ব্যক্তিগতভাবে কথা হয়েছে। রাজ্যপাল আসবেন বলে সম্মতি দিয়েছেন।

error: Content is protected !!